একশতে একশ আমলার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৭, ০৯:৪২ পিএম

ঢাকা: মাঠের বাইরে যেমন নিপাট এক ভদ্রলোক, ২২ গজের ভেতর ঠিক তার উল্টো। ব্যাট হাতে পেলেই মাথায় যেন খুন চেপে বসে। কাঠের ব্যাটটা হয়ে ওঠে খাপখোলা তলোয়ার। যার তলায় কত বোলারের যে মাথা কেটেছে, তার ইয়ত্তা নেই। যেকোনো পিচ, যেকোনো দিন, যেকোনো অবস্থায় আস্থার অপর নাম হাশিম আমলা। নিজের শততম টেস্টে আরো একবার সেই প্রমাণ দিলেন তিনি।

বৃহস্পতিবাার (১২ জানুয়ারি) জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে দিনের শেষ সেশনে ক্যারিয়ারের ২৬তম সেঞ্চরি হাকিয়ে শততম টেস্ট উদযাপন করলেন আমলা। এদিন রঙ্গনা হেরাথকে ডাউন দ্য উইকেটে চার মেরে সেঞ্চুরি তুলে নেন তিনি। এর আগে চা বিরতির ঠিক আগের বলে ফিফটি তুলে নিয়েছেন আমলা। যে ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আমলা। শততম টেস্ট খেলতে নামা আমলাকে শুভেচ্ছা জানাতে এদিন গ্যালিরিতে উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটাররা।

ইতিপুর্বে শততম টেস্ট খেলতে নেমে মাত্র সাতজন ব্যাটসম্যান এমন কির্তি গড়তে পেরেছেন। সেই সাত জন হলেন- রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, জাভেদ মিয়াদাদ, ইনজামাম-উল-হক, গর্ডন গ্রীনিজ, কলিন কাউড্রে ও অ্যালেক স্টুয়ার্ট (নামগুলো সর্বাধিক রানের ক্রমানুসারে)। আমলার আগে সর্বশেষটি ছিল তারই স্বদেশি গ্রায়েম স্মিথের।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই