আঙ্গুলে চোট, পর্যবেক্ষণে মুশফিক

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৭, ০৩:৪২ পিএম

ঢাকা: নিউজিল্যান্ডে যেন টাইগারদের পিছু ছাড়ছে না চোট। একের পর এক চোটে পড়ছেন ক্রিকেটাররা। মাশরাফি-মোস্তাফিজের পর ফের চোট সমস্যায় ভুগছেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। শুক্রবার (১৩ জানুয়ারি) ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিং করার সময় স্বাগতিক পেসার নিল ওয়াগনারের বলে বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুল ও ডান হাতের তর্জনিতে ব্যাথা পান মুশফিক। ফলে টেস্টের তৃতীয় দিন (১৪ জানুয়ারি) মাঠে নামতে পারেননি তিনি।

টিম ম্যানেজম্যান্ট সুত্রে জানা গেছে, আঙ্গুলে ব্যাথা পাওয়ায় মাঠে নামেননি মুশি। আজ দিনের খেলা শুরুর আগে বেসিন রির্জাভ মাঠের পাশেই একটি চিকিৎসা সেন্টারে মুশফিকের আঙ্গুলের এক্স-রে করানো হয়। বেশ কিছুক্ষণ পর সেই এক্স-রে রিপোর্ট পায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

ইএসপিএনক্রিকইনফোকে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ‘মুশফিকের আঙ্গুলে কোন চিড় ধরা পড়েনি। তবে ব্যাথা রয়েছে। সে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করবেন, যদি দলের প্রয়োজন পড়ে।’

ব্যাথা থাকায় আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে মুশফিককে। এরপর পরবর্তী ব্যবস্থা নিবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে ব্যাটিং করতে কোন বাধাঁ নেই। কিন্তু উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে পারবেন না মুশি। তাই তৃতীয় দিনের মত টেস্টের বাকীয় সময়েও উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন ওপেনার ইমরুল কায়েস। আর অধিনায়কত্ব করবেন সহ-অধিনায়ক তামিম ইকবাল। যেমনটা আজও করেছেন তামিম।

চলমান নিউজিল্যান্ড সফরের প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মুশফিক। এরপর সিরিজের বাকী দু’ওয়ানডে ও তিনটি টোয়েন্টি টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি মুশি। ইনজুরি থেকে সুস্থ হয়ে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমে ১৫৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। সতীর্থ সাকিবের সাথে রেকর্ড ৩৫৯ রানের জুটিও গড়েন মুশফিক। সাকিব করেন ২১৭ রান। আর বাংলাদেশ পায় ৫৯৫ রানের বিশাল সংগ্রহ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই