একসঙ্গে দুই কোচ নিয়োগ দিল বাফুফে

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৭, ০৮:৫৬ পিএম

ঢাকা: কোচ আসে কিছু দিন থেকে আবার চলে যায় কিন্তু, উন্নতি হয়না দেশের ফুটবলের। সর্বশেষ মামুনুলদের প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন বেলজিয়ান টম সেইন্টফিট। তার কোচিংয়ে ভুটানের কাছে হেরে অন্ধকারে প্রবেশ করেছে দেশের ফুটবল। তিনিও ফিরে গেছেন দেশে। দীর্ঘদিন কোচের পদ শুন্য। তাই একসঙ্গে দুই বিদেশী কোচ নিয়োগ দিয়ে শুন্যস্থান পুরন করল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (১৪ জানুয়ারি) বাফুফে ভবনে ফুটবল ফেডারেশনের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভা শেষে ফিটনেস কোচ হিসেবে ব্রিটিশ জন হুইটেলকে চলতি জানুয়ারি থেকে আগামী তিন মাসের জন্য নিয়োগ দিয়েছে। জাতীয় দলসহ সব দলের দায়িত্বই পালন করবেন তিনি।

এছাড়া খন্ডকালীন সময়ে বাফুফেকে সন্তুষ্ট করতে পারলে আগামীতে দীর্ঘমেয়াদে হুইটেলকে চুক্তিবদ্ধ করাতে পারে বাফুফে। তাছাড়া পুরনো গোলরক্ষক কোচ হিসেবে নিউজিল্যান্ডের রায়ান স্যানফোর্ডকে চলতি জানুয়ারি থেকে পরবর্তী তিন মাসের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জন হুইটেলকে তার কাজের দক্ষতা বিচার করে নিয়োগকাল বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই