কুমিল্লা-রাজশাহী ও বিকেএসপি‍‍`র জয়

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ০৬:২৬ পিএম

ঢাকা: বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) ব্যবস্থাপনায় রোববার (১৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে ‘অগ্রণী ব্যাংক ২৬তম জাতীয় যুব হকি প্রতিযোগিতা। সোমবার (১৬ জানুয়ারি) মওলানা ভাসানী জাতীয় হকি ষ্টেডিয়ামে তিনটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এদিন জয় পেয়েছে কুমিল্লা জেলা, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ও রাজশাহী বিভাগ।

দিনের প্রথম খেলায় গাজীপুর জেলাকে ৫-১ গোলে হারিয়েছে  কুমিল্লা জেলা। কুমিল্লার পক্ষে নজির আহম্মেদ রানা দুইটি এবং ইসতিয়াক হোসেন, জাবেদ হোসেন ও রাকিব হাসান একটি করে গোল করেছেন। গাজীপুরের পক্ষে একটি গোল পরিশোধ করেছেন মারুফ।

দ্বিতীয় খেলায় বিকেএসপি ১১-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে টাংগাইল জেলাকে। বিকেএসপির পক্ষে আরশাদ হোসেন ও সোহানুর রহমান চারটি করে এবং রাজিব দাস, শফিউল আলম ও রাজু আহমেদ একটি করে গোল করেন।

দিনের তৃতীয় ও শেষ খেলায় মানিজগঞ্জ জেলাকে ১-০ গোলে পরাজিত করেছে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের পক্ষে জয় সূচক একমাত্র গোলটি করেন জয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই