কোহলি বললেন শচীনকে টপকানো অসম্ভব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৭, ০৮:০৪ পিএম

ঢাকা: পুণেতে ওয়ানডে ক্যারিয়ারে ১৭ তম সেঞ্চুরি করে কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে একদিক থেকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি। শচীনকে ১৭টি সেঞ্চুরি করতে খেলতে হয়েছিল ২৩২টি ইনিংস। সেখানে কোহলির লাগল মাত্র ৯৬ ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ভারত অধিনায়কের ম্যাচ উইনিং ১২২ রানের ইনিংসটি তার ক্যারিয়ারে সবমিলে ২৭ তম সেঞ্চুরি।

কোহলির ব্যাট যেভাবে ছুটছে তাতে ভারতের বর্তমান ক্রিকেটারদের মধ্যে যদি কেউ শচীনকে ধরতে পারেন সেটা কোহলিই। যদিও বরাবরই অত্যন্ত বিনয়ের সঙ্গে শচীনকে ছাপিয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করে এসেছেন সদ্যই ভারতের ওয়ানডে ও টি২০ দলের নতুন অধিনায়ক।

কোহলি বলেন,‘ প্রথমত আমার মনে হয় না অতদিন আমি খেলতে পারব (শচীন ২৪ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন)। যেখানে রয়েছে ২০০টি টেস্ট। ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি। যেগুলো অসাধারণ রেকর্ড। যা ছোঁয়া প্রায় অসম্ভব। তবে হ্যাঁ, আমি আমার খেলা দিয়ে পার্থক্য গড়ে দিতে চাই। যখন আমি খেলা ছাড়ব তখন দেশের জন্য যেন ভালো কিছু করে যেতে পারি।’

ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলি সেরা দুইয়ে আছেন। যে কোন পরিস্থিতিতে তার ব্যাট কথা বলে। কোহলি বলছেন,‘ একজন ক্রীড়াবিদ হিসেবে আমার মনে হয়, আমরা অনেক সময় নিজেদের ক্ষমতা না বুঝেই নিজেদের নিয়ন্ত্রণ করে ফেলি। যে কারণে আমি নিজের ওপর কোন লিমিট চাপিয়ে দেই না। আমার ভালো লাগে নিজের ক্ষমতাকে প্রতি মুহূর্তে আবিষ্কার করতে। আমি জীবনে কি করতে চাই সে ব্যাপারেও কখনও কোন সীমা তৈরি করি না। এখনও সব ঠিকই চলছে। আমি যে ভারসাম্যর কথা ভাবি সেটা এখনও চালিয়ে যেতে পারছি।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি