বিরল রেকর্ড গড়লেন রাব্বী

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২০, ২০১৭, ০৪:১৬ পিএম

ঢাকা: দুর্দান্ত শুরু করেও রেকর্ডময় ওয়েলিংটন টেস্টে শেষ পর্যন্ত হারই মেনেছে টাইগাররা। স্বাগতিক নিউজিল্যান্ডের বোলারদের ভয়ঙ্কর বাউন্সের আঘাতে চোটে পড়েছে সফরকারি দলের সেরা তিন ব্যাটসম্যান। তাই মুশফিক, ইমরুল আর মমিনুলকে ছাড়াই শুক্রবার (২০ জানুয়ারি) ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের সবুজ উইকেটে মাঠে নেমেছিল চোট জর্জরিত বাংলাদেশ দল। কিন্তু সিরিজের প্রথম টেস্টের মতো ভাল করতে পারেনি তারা। কিউই পেসারদের ক্রমাগত বাউন্সারে ২৮৯ রানে থেমেছে টাইগারদের প্রথম ইনিংস।

এদিন খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের খেলোয়াড়রা। তবে ৯ হাজার রানের মাইলফলকে ঠিকই পা রেখেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। শুধু সাকিবই নন, এদিন একটি বিরল রেকর্ড গড়েছেন টাইগার পেসার কামরুল ইসলাম রাব্বী। ব্যাট হাতে দশ নম্বরে নেমে ৬৩ বল খেলেছেন তিনি। রান করেছেন মাত্র ২। আর এরই সাথে রেকর্ড বুকে নাম লিখিয়ে ফেললেন রাব্বি।

টেস্ট ইতিহাসে ৬০ বা তার বেশি বল খেলে এর চেয়ে কম রান করার রেকর্ড আছে আর মাত্র দুজনের। ১৯৯৯ সালে অকল্যান্ডে কিউই ব্যাটসম্যান  ব্যাটসম্যান জিওফ অ্যালট ৭৭ বল খেলে ০ রান নিয়ে আউট হয়েছিলেন।

এরপর ১৯৬৮ সালে গায়ানা টেস্টে ইংল্যান্ডের জন স্নো ৬০ বলে ১ রান করেছিলেন। আর এবার ক্রাইস্টচার্চের হেগলি ওভালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়লেন রাব্বি।

শুক্রবার ২৫৭ রানে ৮ উইকেট হারানোর পর ক্রিজে আসেন রাব্বি। এরপর নুরুল হাসানের সাথে নবম উইকেটে টানা ১১ ওভার খেলেন। শেষ উইকেটে রুবেল হোসেনের সাথে খেলেন ৭ ওভার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই