পিএসএলে খেলছেন না সাকিব!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৭, ০৬:৩০ পিএম

ঢাকা: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফ্রাঞ্চাইজিগুলো নিজ নিজ দলে বেশ কিছু রদবদল করেছে। এরমধ্যে পেশোয়ার জালমি তাদের তিনজন বিদেশী খেলোয়াড়কে বাদ দিয়েছে। এরমধ্যে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও আছেন। তার জায়গায় পেশেয়ার দলে নিয়েছে শ্রীলংকার মারকুটে ব্যাটসম্যান তিলকরত্নে দিলশানকে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পিএসএল। একই দিন থেকে ভারতের হায়দরাবাদে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ।

সাকিবের পাশাপাশি তামিম ইকবালকেও দলে রেখেছিল পেশোয়ার। গত আসরে পেশোয়ারের হয়ে ছয় ম্যাচে তিনটি ফিফটি করেছিলেন বাংলাদেশের ড্যাশিং ওপেনার। সাকিব-তামিমের ভারত-বাংলাদেশ টেস্ট শেষ হওয়ার পর পিএসএলে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু পেশোয়ার তামিমকে রেখে দিলেও সাকিবের বদলি নিয়েছে।

৯ ফেব্রুয়ারী থেকে ৫ মার্চ পর্যন্ত চলবে পিএসএল। তবে তামিম পিএসএলের আংশিক টুর্নামেন্টে খেলতে পারেন। পেশোয়ার ফাইনালে উঠলে সাকিব-তামিম দুজনই বিসিবির কাছে খেলার অনুমতি চাইতে পারেন বলে ক্রিকইনফোর খবরে বলা হয়েছে।

 সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি