সাকিব-অশ্বিনের দ্বৈরথ নেই!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৭, ০৬:৫৬ পিএম

ঢাকা: রবিচন্দ্র অশ্বিন গত ক’বছর ধরে অসাধারণ খেলে যাচ্ছেন। টেস্ট ক্রিকেটে উইকেট পাওয়াটাকে ডালভাতে পরিণত করে ফেলেছেন। শুধু তাই নয়, ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখাচ্ছেন অশ্বিন। ফলে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গেও তার লড়াইটা জমে উঠেছে। এই মুহূর্তে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অশ্বিন। 

২০১১ সালে সাকিব অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছিলেন। তারপর দীর্ঘদিন তার একক রাজত্বই ছিল। কিন্তু গত কিছুদিন হল বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত পারফর্ম করছেন অশ্বিন। এটাই তাকে সাকিবের ওপরে নিয়ে গেছে। দুজনের মধ্যে রেটিং পয়েন্টের পার্থক্য এখন ৩৯। হায়দরাবাদ টেস্ট শুরুর আগে সাকিব-অশ্বিনের দ্বৈরথ নিয়েও বেশ আলোচনা হচ্ছে। যদিও একটা মাত্র টেস্ট দিয়ে দুজনের দ্বৈরথকে ভিন্নমাত্রা দেওয়া যায় না। তারপরও দুজন ঠিকই জানেন একজনের একটু পিছিয়ে পড়া মানে র‌্যাংকিংয়ে অন্যজনের ওপরে যাওয়া। 

কিন্তু  সাকিব বিষয়টাকে সেভাবে দেখতে রাজি নন। তিনি বলেন,‘ আমি এভাবে চিন্তা করি না। আমি নিশ্চিত সেও এভাবে চিন্তা করে না। গুরুত্বপূর্ণ হচ্ছে নিজ দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রাখা। অশ্বিনের জায়গায় অশ্বিন ভালো করছে। আমার জায়গায় আমি ভালো করতে পারি। যত বেশি ভালো করব সেটা দলকে সাহায্য করবে। আসলে প্রতিটা ক্রিকেটারই দলের জন্য আলাদা করে গুরুত্বপূর্ণ। আমার যতটুকু অবদান রাখার সুযোগ আসে, আমি সেটা করতে পারলেই খুশি।’
অশ্বিন শুধু অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষে নন বোলারদের র‌্যাংকিংয়েও এক নম্বর তিনি। এই অশ্বিনে মুগ্ধ সাকিবও। তিনি বললেন,‘ গত দুই-তিন বছর ধরে অশ্বিন দারুন বোলিং করছেন। ওর নিয়ন্ত্রণ অসাধারণ। সে যা চায় তা করতে পারে। এরকম নিয়ন্ত্রণ থাকলে আর কিছু দরকার নেই। এই নিয়ন্ত্রণ থেকেই আসে আত্মবিশ্বাস। সব মিলিয়ে সে এই মুহূর্তে বিশ্বের সেরা স্পিনার।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি