টানা ষষ্ঠবার বর্ষসেরা হলেন লিওনোডস্কি

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৬:১৭ পিএম

ঢাকা: টানা ষষ্ঠবারের মত পোল্যান্ডের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লিওনোডস্কি। স্বদেশী কামিল গ্লিক, গারজেগর্জ ক্রাইচোয়াক, আরকাদিউসজ মিলিক ও মাইকাল পাজদানকে ভোটে হারিয়ে খেতাবটি ফের জয় করে নেন ২৮ বছর বয়সী এই ফুটবল তারকা।

বর্ষসেরা নির্বাচিত হবার পর প্রতিক্রিয়ায় লিওনোডস্কি বলেন, ‘ফের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবটি জয় করতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। এটি আমার কাছে অনেক মর্যাদার এবং এর মুল্যও আমার কাছে অনেক।’

২০১৬ সালে লিওনোডস্কি বায়ার্ন মিউনিখের হয়ে ক্লাব ফুটবলে বেশ কিছু সফলতা অর্জন করেছেন। ঘরোয়া ফুটবলের দু’টি শিরোপা জয়ের পাশাপাশি বুন্দেসলীগার সর্বোচ্চ গোলদাতার আসনটিও অলংকৃত করেছেন তিনি।

২০১৬ সালের ইউরো টুর্নামেন্টে পোল্যান্ড জাতীয় দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিতে দারুণ ভূমিকা রেখেছেন তিনি। যদিও ৫ ম্যাচ থেকে মাত্র একটি গোল আদায় করতে সক্ষম হয়েছেন এই পোলিশ ফুটবলার। সেখানে শিরোপা জয়ী পুর্তগালের কাছে পেনাল্টিতে হেরে যায় তার দল।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই