গলে আরেকটি ইতিহাস রচনা করতে পারবে মুশফিক?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১, ২০১৭, ০৭:৩৮ পিএম

ঢাকা: বাংলাদেশ গলেতে প্রথম টেস্ট খেলতে নামছে ৭ মার্চ। ২০১৩ সালের মার্চেই শ্রীলঙ্কা সফরে অন্যরকম ইতিহাস গড়েছিলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম। সেই ম্যাচটিও হয়েছিল গলেতেই। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি।

২০১৩ সালের সেই গল টেস্টটি শুরু হয়েছিল ৮ মার্চ থেকে। এবার একদিন আগে অর্থাৎ ৭ মার্চ থেকে স্বাগতিকদের বিপক্ষে ময়দানি লড়াইয়ে নামবে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরির মাঠে মুশফিকের কাছে বাংলাদেশের প্রত্যাশাও থাকছে বেশি। তিনি কী পারবেন ২০১৩ সালের সুখস্মৃতি আবার ফিরিয়ে  আনতে? তাছাড়া সাম্প্রতিক সময়ে মুশফিক রয়েছেন দুর্দান্ত ফর্মে। নিউজিল্যান্ড সফরে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন।

সেই ধারা মুশফিক বজায় রেখেছিলেন ভারত সফরেও। হায়দরাবাদে অশ্বিন-জাদেজাদের সামলে টানা দ্বিতীয় সিরিজে তুলে নেন সেঞ্চুরি। খেলেন ১২৭ রানের ইনিংস।

মুশফিককে ডাকছে একটা বড় অর্জনও। আর তা হল শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করতে পারলে টানা তিনটি টেস্ট সিরিজে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখাবেন তিনি। দেশ ছাড়ার আগে মুশফিক বলেও গেছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বড় কিছু করতে এটাই সেরা সুযোগ। বাংলাদেশ যে এতটা খর্বশক্তির শ্রীলঙ্কাকে কখনও পায়নি। তারওপর চোটে পড়ে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ ছিটকে পড়েছেন। যেটা বাড়তি সুবিধাই দেবে বাংলাদেশকে। মুশফিকের দল কী পারবে এই সুবিধাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশকে বড় কিছু উপহার দিতে? এর জবাব সময়ই দেবে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই/আরআইবি