ডিআইউই টেক্সটাইল এলামনাই ক্রিকেটের ট্রফি উন্মোচন

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০১৭, ০২:২৯ পিএম

ঢাকা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইউই) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে আগামী ১৭ মার্চ থেকে দ্বিতীয় বারের মত শুরু হতে যাচ্ছে টেক্সটাইল অ্যালামনাই ক্রিকেট টুর্নামেন্ট। জনপ্রিয় অনলাইন পত্রিকা সোনালীনিউজডটকম এর পৃষ্ঠপোষকতায় সাভারের আশুলিয়ায় ডিআইউই'র নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এ খেলায় অংশগ্রহণ করবে চারটি দল। এ উপলক্ষে গত ১২ মার্চ ড্যাফোডিল টাওয়ারে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এস এম মাহবুব উল হক মজুমদার, উপ উপাচার্য ড. এম শামসুল আলম, ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন ড. মো. গোলাম মওলা চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ মিজানুর রহমান, পরিচালক আবদুল্লাহ আল মামুন ও সোনালীনিউজ এর সম্পাদক নিয়ন মতিয়ুল।

টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো হল- টেক্সটাইল এফএন্ড এফ, টেক্সটাইল একাদশ মুসকেট্রিস, টেক্সটাইল গ্ল্যালাডিয়েটর্স ও টেক্সটাইল স্নাইপার্স।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই