তামিমের ২২তম টেস্ট হাফ সেঞ্চুরি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৯, ২০১৭, ০২:০৫ পিএম

ঢাকা: স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশে। মাত্র ২২ রানে দুই উইকেট হারালেও দলকে এগিয়ে নিচ্ছেন তামিম ইকবাল আর সাব্বির রহমান। ইতিমধ্যেই টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম। ৯০ বল খেলে ৫৫ রানে অপরাজিত তিনি। সাব্বির অপরাজিত ২৪ রানে।

কলোম্ব টেস্টে মাঠে নামার আগে ৪৮টি টেস্ট খেলে ৮টি সেঞ্চুরি এবং ২১টি হাফ সেঞ্চুরি করেছে দেশ সেরা এই ওপেনিং ব্যাটসম্যান। এরমধ্যে একটি ডাবল সেঞ্চুরি রয়েছে। তার মোট রান ৩৫৪৬।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই