পিএসজির প্রস্তাবের খবর গুজব: ওয়েঙ্গার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৭, ০৬:০৫ পিএম

ঢাকা: ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে ১৯৯৬ সাল থেকে আর্সেনালের কোচের দায়িত্বপালনকারী ওয়েঙ্গার নতুন চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন। তবে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) দুই বছরের চুক্তির প্রস্তাব পাওয়ার খবরটিকে ‘ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন তীব্র চাপের মধ্যে থাকা আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার।

দল ফর্ম থেকে ছিটেক পড়ায় ফরাসি এই কোচ আর্সেনাল সমর্থকদের তীব্র রোষানলে রয়েছেন। আর সোমবার ব্রিটিশ টেবলয়েড বলেছে, এই গ্রীষ্মেই পিএসজি কোচ উনাই এমেরির পরিবর্তিত হিসেবে যোগ দেয়ার প্রস্তাব করেছে তাকে।

তীব্র চাপের মধ্যে থাকার পরও আর্সেনালে অবস্থানের কথিত সিদ্ধান্ত নেয়া ওয়েঙ্গার পিএসজি বিষয়ে বিইন স্পোর্টসকে বলেন, ‘এটি একটি ভুয়া গুজব। এটি একটি ভিত্তিহীন খবর। আমি আনুষ্ঠানিকভাবে বলছি যে খবরটি সঠিক নয়।’

গত শনিবার ওয়েস্ট ব্রুমউইচের কাছে ৩-১ গোলে হেরে যাবার ঘটনাটি প্রিমিয়ার লীগে সর্বশেষ ৫ ম্যাচে আর্সেনালের চতুর্থ পরাজয়ের ঘটনা। তারপরও ৬৭ বছর বয়সী গানার কোচ বলেছেন যে এখানেই থেকে যাবার জন্য মানসিক প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ওয়েঙ্গার সাংবাদিকদের বলেন, ‘আমি জানি ভবিষ্যতে আমি কি করব। শিগগিরই আপনারা সেটি জানতে পারবেন।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই