জেমকন গলফে চ্যাম্পিয়ন দুলাল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২২, ২০১৭, ০৮:৫২ পিএম

ঢাকা: জেমকন পেশাদার গলফের শিরোপা জিতেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় গলফার মো. দুলাল হোসেন। বুধবার (২২ মার্চ) কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ফাইনাল শেষে দুলাল ১৫ পারে খেলা শেষ করে শিরোপা জিতে নেন। দুলাল পান এক লাখ ৪৩ হাজার টাকার প্রাইজ মানি। প্রতিযোগিতায় মোট প্রাইজ মানি ছিল ১০ লাখ টাকার।

দেশের আরেক খ্যাতিমান গলফার জামাল হোসেন মোল্লা -১২ পার খেলে দ্বিতীয় ও জাকিরুজাজামান -৫ পারে তৃতীয় হন। প্রতিযোগিতায় দেশের শীর্ষ ৬৫ জন গলফার ছাড়াও ১০ জন সৌখিন ১১ জন সহযোগী সদস্য খেলেন। মেয়েদের বিভাগে সেরা নাসরিন আকতার। টুর্নামেন্টের অন্যতম আলোচিত ঘটনা ছিল আহসানের হোল ইন ওয়ান বা এক শটেই শেষ করা।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদেও মধ্যে পুরস্কার প্রদান করেন সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থি ছিলেন জেমকন গ্রুপের ভাইস চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ এমপি। এ ছাড়া অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ, বাংলাদেশ গলফার্স অ্যাসোসিয়েশন সভাপতি আসিফ ইসমাইল, সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই