যাদব-ভুবনেশ্বরে কাঁপছে অস্ট্রেলিয়া

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৭, ২০১৭, ০২:১৮ পিএম

ঢাকা: ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে চার টেস্টের সিরিজে ধর্মশালায় শেষ টেস্টটি ফাইনালের রুপ পেয়েছে। এই টেস্টে যে দল জিতবে তারাই বিজয়ের হাসি হাসবে। দু’দলেরই প্রথম ইনিংস শেষ হয়েছে। তৃতীয় দিনে ভারতকে ৩৩২ রানে অলআউট করে দ্বিতীয় ইনিংস শুরু করেছে অস্ট্রেলিয়া। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসিরা ৪২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছে। এরইমাঝে আউট হয়ে ফিরে গেছেন ম্যাট রেনশ (৮), ডেভিড ওয়ার্নার (৬) ও অধিনায়ক স্টিভ স্মিথ (১৭)। উমেশ যাদব ২টি ও ভুবনেশ্বর কুমার পেয়েছেন ১টি করে উইকেট।  

এরআগে ভারতকে লিড এনে দেওয়ার কাজটি করেন রবিন্দ্র জাদেজা ও ঋদ্ধিমান সাহা। আগের দিন দু’জনই অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে নিজের ইনিংসটাকে জাদেজা ৬৩ পর্যন্ত নিয়ে গিয়ে প্যাট কামিন্সের বলে বোল্ড হন। ৯৫ বলে চার বাউন্ডারী-ছক্কায় তিনি এই রান করেন। সাহার ব্যাট থেকে এসেছে ৩১ রান ১০২ বলে।

বেঙ্গালুরু টেস্টের মত ধর্মশালায়ও সফল নাথান লায়ন। তিনি ৯২ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। তাকে যোগ্য সমর্থন দিয়ে গেছেন কামিন্স ৯৪ রানে ৩ উইকেট তুলে নিয়ে।

সোনালীনিউজ/এমটিআই