টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ২৮, ২০১৭, ০৩:০২ পিএম

ঢাকা: এক দলের সিরিজ জয়ের উৎসব, আরেক দলের সমতা ফেরানোর মরিয়া চেষ্টা। এমন সমীকরণ সামনে রেখে ডাম্বুলায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এদিন টসে হেরে ফিল্ডিং করতে মাঠে নেমেছে মাশরাফি বিন মর্তুজার দল।

সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে ১-০ তে এগিয়ে আছে সফরকারি বাংলাদেশ। এই মাঠেই স্বাগতিকদের ৯০ রানে হারানোর পর দ্বিতীয় ওয়ানডে জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় টাইগাররা। মাশরাফির আশা প্রথম ম্যাচের ধারাবাহিকতা বজায় থাকলে শ্রীলঙ্কার বিপক্ষে ডাম্বুলাতেই সিরিজ জয় সম্ভব। লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ জেতার পর সেভাবে উদযাপন করেনি বাংলাদেশ। সিরিজ জিতে একবারে উদযাপন করবে সফরকারীরা। সেই হিসেবে কলম্বোতে শেষ ম্যাচ খেলার আগেই ডাম্বুলায় উদযাপনটা সেরে যেতে চায় টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডেতে আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। অপরদিকে শ্রীলঙ্কান একাদশে তিনটি পরিবর্তন এসেছে। একাদশে ঢুকেছেন নুয়ান কুলাসেকারা ও নুয়ান প্রদীপ আর অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। বাদ পড়েছেন লাহিরু কুমারা, সাচিথ পাথিরানা ও লাকশান সান্দকান।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ,  তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই