গুলিতে প্রাণ হারালেন পানামার ফুটবলার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ১৬, ২০১৭, ০২:০২ পিএম

ঢাকা : কদিন আগেও বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছেন তিনি। পানামা জাতীয় দলের হয়ে সে ম্যাচে অসাধারণ ফুটবল খেলেছিলেন আমিলকার হেনরিকেস। অল্প কয়েক দিনের ব্যবধানে সেই তিনিই পরপারে পাড়ি জমিয়েছেন। দুর্বৃত্তদের গুলিতে মারা যান তিনি।

হেনরিকেসের অকালমৃত্যুতে শোকে আচ্ছন্ন পানামার ফুটবলাঙ্গন। দেশটির ফুটবল ফেডারেশনও গভীর শোক প্রকাশ করেছে জাতীয় দলের হয়ে ৭৫টি ম্যাচ খেলা এই ফুটবলারের মৃত্যুতে।

এক বার্তায় পানামা ফুটবল ফেডারেশন শোক প্রকাশ করে জানিয়েছে, ‘আমরা হেনরিকেসের মৃত্যুতে গভীর শোকাহত। হেনরিকেস দেশের জার্সিতে সব সময়ই নিজেকে উজাড় করে খেলেছে। তাঁর এই মৃত্যু আমাদের ফুটবলে অনেক বড় ক্ষতি হয়েছে।’

গুলিতে আহত হওয়ার পর দ্রুতই হেনরিকেসকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা শত চেষ্টা করেও তাঁকে বাঁচাতে পারেননি।

২০০৫ সালে পানামা জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেলেন হেনরিকেস। ক্লাব ফুটবলে খেলছিলেন ইন্দেপেনদিয়েন্তে মেদালিন, অ্যাটলেটিকো হুইলিয়া, সান্তাক্রুসেনা, আমেরিকা কালি, রিয়াল কার্তাগেনা ক্লাবের হয়ে।

সোনালীনিউজ/এমটিআই