কোচিং করাতে গিয়ে মারা গেলেন টটেনহ্যাম কোচ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৭, ০৯:১৬ পিএম
বল হাতে ইউগোচুকু এহিগু

ঢাকা: অন্যদিনগুলোর মতই সকালে টটেনহ্যাম অনূর্ধ্ব-২৩ দলকে কোচিং করাচ্ছিলেন ইউগোচুকু এহিগু। হঠাৎ ট্রেনিং সেন্টারে হৃদরোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডারকে। শুক্রবার (২১ এপ্রিল) সকালেই এহিগু পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন।

৪৪ বছর বয়সী এহিগু খেলেছেন ওয়েস্ট ব্রমউইচ, অ্যাস্টন ভিলা ও মিডলসবরোর হয়ে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টটেনহ্যামে। রিও ফার্ডিন্যান্ডের মত তারকা ফুটবলার টুইটারে শোক জানিয়েছেন। ১৯৮৯-২০০৯ সাল পর্যন্ত খেলেছেন এহিগু। এরপর অবসর নেন।

তবে ২০১২ সালে অবসর ভেঙে ওয়েম্বলের হয়ে চুক্তি করেন। ইংল্যান্ডের হয়ে এহিগু চারটি ম্যাচ খেলেছেন। তার ঝুলিতে রয়েছে তিনটি লিগ কাপ। গত তিন বছর ধরে টটেনহ্যামের বয়সভিত্তিক দলের কোচিংয়ের কাজ করে যাচ্ছিলেন তিনি। সেই কোচিং করাতে গিয়ে নিজের জীবনই দিয়ে দিলেন এহিগু।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম/আরআইবি