বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩০, ২০১৭, ০৬:৫০ পিএম

ঢাকা: নজিরবিহীন নিরাপত্তার মধ্যে গত অক্টোবরে বাংলাদেশ সফর করে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। অথচ নিরাপত্তা ঝুকির অজুহাত দেখিয়ে গত বছর ধরে বাংলাদেশ সফর নিয়ে তালবাহানা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একই কারণ দেখিয়ে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অজিরা। অবশেষে সেই ভয় দুর হয়েছে ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নদের। আগামী আগস্টে বাংলাদেশ সফরে তারা আসছে বলে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া।

রোববার (৩০ এপ্রিল) মিরপুরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন সুজন। তিনি বলেছেন, বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আগস্টে আমাদের দেশে আসবে তারা। ঈদ-উল আযহার আগে একটা ও পরে একটা টেস্ট খেলবে।

গত অক্টোবরে বাংলাদেশ সফর করে গিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ইংল্যান্ড দলের সফরের সময় বাংলাদেশ সফর করে গেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তা প্রধান শন ক্যারোল। এ বিষয়ে সুজন বলেন, ইংল্যান্ড দল যখন বাংলাদেশ সফর করেছে তখন অস্টেলিয়া ক্রিকেট বোর্ডের নিরাপত্তা প্রধান শন ক্যারল বাংলাদেশে এসে আমাদের নিরাপত্তার আয়োজন সশরীরে দেখে গেছেন। তার ভিত্তিতেই কিন্ত সন্তুষ্টি প্রকাশ করেছেন। তাদের যে ফিডব্যাক এসেছে তাতে আমরা আশাবাদী।’

তিনি বলেন, ‘ক্যারল যখন এসেছিলেন তখন ভেন্যু, হোটেল পরিদর্শন করে বাংলাদেশ পুলিশ ডিএমপির সাথে কথা বলেছিলেন। তার কথাতেই অস্ট্রেলিয়া রাজী হয়েছে। আমরা তাদের বলেছি ইংল্যান্ডকে যেমন নিরাপত্তা দেয়া হয়েছে অস্ট্রেলিয়াকেও একই নিরাপত্তা দেয়া হবে।’

এই মুহুর্তে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অস্ট্রেলিয়া সন্তুষ্ট? এমন প্রশ্নে বিসিবির প্রধান নির্বাহী বলেন, সর্বশেষ অস্ট্রেলিয়ার যে প্রতিক্রিয়া আমরা পেয়েছি তাতে তারা সন্তুষ্টই মনে হয়।

অস্ট্রেলিয়ার সফর সূচি আগামী কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত হবে বলে জানিয়ে সুজন বলেন, ‘দুই বোর্ড যখন বসে চূড়ান্ত আলোচনা করবে তখন আমরা শিডিউল জানাবো। এ মুহূর্তে সঠিক তারিখ বলতে পারছি না।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই