রাজনীতিতে যোগ দিচ্ছেন ইউনিস খান!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২০, ২০১৭, ০৯:০২ পিএম

ঢাকা: অবসরের পর অনেক খেলোয়াড়ই রাজনীতিতে জড়ান। অনেকের সাংসদ বা মন্ত্রী হওয়ার নজিরও আছে। দুই একটা নাম বলা যায়, ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজাহারউদ্দিন ও পাকিস্তানের ইমরান খান এর বড় উদাহরণ। এবার হয়তো সেই পথেই হাঁটতে যাচ্ছেন সদ্য অবসর নেওয়া ইউনিস খান। স্কাই স্পোর্টসকে তেমন আভাসই দিয়েছেন এই পাক ব্যাটসম্যান।

ইউনিস খান বলেন, ‘কেবলমাত্র ক্রিকেট নয় অনেক ক্ষেত্রেই আমি দেশকে সেবা দিতে চাই। আমার দ্বারা সম্ভব যে কোন পথে আমি আমার দেশকে সাহায্য করতে চাই।’

তিনি বলেন, ‘আমি মনে আমার জীবনের একটি পর্ব শেষ হয়েছে, আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব শুরু হতে যাচ্ছে। ভবিষ্যত নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। প্রথমেই আমি আমার পরিবারকে ‘মহামূল্যবান’ কিছু সময় দিতে চাই। কেননা, আমার ক্যারিয়ারে উত্থান-পতনের মাঝেও যারা আমার পাশে থেকেছে তাদেও মধ্যে একটি হলো আমার পরিবার।’

সতীর্থদের কাছ থেকে সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এবং একই সঙ্গে একজন ভাল মানুষ হিসেবে স্বীকৃতি পাওয়া ইউনিস বলেন, ‘৩৪ সেঞ্চুরি, ১০ হাজার টেস্ট রান, টেস্ট খেলুড়ে সকল দেশের বিপক্ষে সেঞ্চুরি হাকানো কিংবা অভিষেক টেস্টেই শত রান করা একজন ব্যাটসম্যান হিসেবে স্মরণীয় হয়ে থাকতে চান না তিনি। তার কাছে এ সকল পরিসংখ্যান কোন বিষয় নয়।’

এদিকে পাঞ্জাবের মূখ্যমন্ত্রী শাহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করার কথা লয়েছে ইউনিস খানের। তিনি জানান এই সাক্ষাতে নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই। ক্যারিয়ারের আলোকিত সময় নিয়েই সৃতিচারণ করবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই