এবার রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৬, ২০১৭, ১২:৩৬ পিএম

ঢাকা: লিওনেল মেসির পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। ২০১১-২০১৩ এই দু’বছর সময়কালে ছবির সত্ত্ব থেকে পাওয়া অর্থের কোনো অংশ নাকি কর বাবদ স্প্যানিশ ট্যাক্স অথারিটিকে জমা দেননি রিয়াল মাদ্রিদের মহাতারকা।

স্প্যানিশ সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী, প্রায় ৯ মিলিয়ন ডলার অর্থ কর ফাঁকি দিয়েছেন পর্তুগালের ইউরো কাপজয়ী অধিনায়ক। অভিযোগ প্রমাণিত হলে বকেয়া অর্থের পাশাপাশি বড় অঙ্কের জরিমানা গুনতে হবে রোনালদোকে।

চার মিলিয়ন ডলার অর্থের কর ফাঁকি মামলায় ২১ মাসের জেলের সাজা পেয়েছেন বার্সেলোনার মহাতারকা মেসি৷ তবে স্পেনের নিয়মের ফাঁকে জেলে না গিয়ে শুধুমাত্র জরিমানা পেতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক৷ তবে রোনালদোর ক্ষেত্রে এই কর ফাঁকি ‘ক্রিমিনাল ওফেন্স’ হিসাবে বিবেচিত হলে চার মাসের জন্য জেলে যেতে হতে পারে পর্তুগিজ তারকাকে।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই