‘সৌরভ-শচীনদের টাকা চাওয়া মিথ্যা খবর’

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১১, ২০১৭, ০৮:৪৮ পিএম
ফাইল ফটো

ঢাকা: ভারতীয় ক্রিকেটের তিন কিংবদন্তী শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণকে নিয়ে তৈরি হয়েছে বিসিসিআইয়ের ক্রিকেট উপদেষ্টা কমিটি। আর এটা করে গিয়েছিলেন প্রয়াত জগমোহন ডালমিয়া।

শচীন-সৌরভ-লক্ষণের হাতেই রয়েছে ভারতীয় দলের কোচ নির্বাচনের গুরু দায়িত্ব। এই ত্রয়ী রবি শাস্ত্রীকে সরিয়ে অনিল কুম্বলেকে ভারতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছিলেন।  

কুম্বলের মেয়াদ জুনেই শেষ হতে চলেছে। আবার সামনে নতুন কোচ নির্বাচনের পালা। এই মুহূর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ইংল্যান্ডে রয়েছে টিম ইন্ডিয়া। সেখানেই রয়েছেন উপদেষ্টা কমিটির তিন সদস্যই। শ্রীলঙ্কা ম্যাচে হারের পর কোচ নিয়ে আলোচনায় বসেছিল তিন সাবেকের কমিটি। এরপর খবর ছড়িয়ে পড়ে বিসিসিআই-এর কাছে এই কমিটি কোচ নির্বাচনের জন্য টাকা চেয়ে বসেছে।

এতদিন এই কমিটির কাজ ছিল সাম্মানিক। কিন্তু এই পুরো তথ্যকে ভ্রান্ত বলে উড়িয়ে দিলেন বিসিসিআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা রাহুল জহুরি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘বিসিসিআই-এর পক্ষ থেকে এটা পরিষ্কার করা খুব প্রয়োজন এই খবরটি পুরোপুরি ভিত্তিহীন। যে ভাবে তাঁরা কাজ করছিলেন সেভাবেই করবেন।’

আরো বলা হয়, এই তিনজনের উপদেশ ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য অমূল্য।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম