৯০ মিনিটের ফুটবল কি ৬০ মিনিট হচ্ছে?

  • স্পোর্টস ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০১৭, ০২:৪৭ এএম

ঢাকা : সময় নষ্টের প্রবণতা কমাতে ৯০ মিনিটের পরিবর্তে ফুটবল খেলা একঘণ্টা করার প্রস্তাব দেয়া হয়েছে। আর প্রতি পিরিয়ড হবে ৩০ মিনিট, যা বর্তমানে ৪৫ মিনিট। আর তা বিবেচনা করবে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। এ সংস্থাই ফুটবলের নিয়ম-নীতি ঠিক করে। ফিফা এবং ব্রিটেনের চারটি ফুটবল অ্যাসোসিয়েশনের সমন্বয়ে তৈরি হয়েছে আইএফএবি।

তাদের কাছে দেয়া নতুন এই প্রস্তাবে আরও বলা হয়েছে- ৬০ মিনিটের ম্যাচে যখনই খেলা বন্ধ থাকবে, ঘড়ি থামিয়ে দেয়া হবে। যাতে খেলা যেন পুরো একঘণ্টারই হয়। যারা এই প্রস্তাবের পক্ষে তারা বলছেন, ইচ্ছাকৃত সময় অপচয়ের প্রবণতার কারণে মাঠে খেলা এমনিতে একঘণ্টার বেশি হয় না। অপচয়ের এই প্রবণতা বন্ধ করতে ম্যাচের সময় কমানো প্রয়োজন। যদিও ফুটবলে সময় কমানোর এই প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই পক্ষে-বিপক্ষে বিতর্ক শুরু হয়ে গেছে।

সোনালীনিউজ/ এসও