নাসির-এনামুলের প্রাথমিক পরীক্ষা!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২২, ২০১৭, ০৪:০১ পিএম

ঢাকা: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে দুর্ভাগ্যর কবলে পড়েন তরুণ উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক বিজয়। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ খেলেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৫ সালের নভেম্বরে। তারপর থেকেই জাতীয় দলে ব্রাত। প্রায় দুই বছর পর প্রাথমিক পরীক্ষার সামনে। পাশ করলেই আবারও মিলবে সুযোগ। একই রকম নাসির হোসেনের বেলায়ও। তবে গত মাসে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ফের জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছিলেন তিনি।

আসন্ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজ উপলক্ষে প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২৯ সদস্যের এই দলে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয় ও আল আমিন হোসেন। আছেন নাসির হোসেনও।

নানা জটিলতা পেরিয়ে আগস্টে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। সফরে টাইগারদের বিপক্ষে দুটি টেস্ট খেলবে অজিরা। এরপর সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আসবে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে প্রোটিয়ারা দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে।

বাংলাদেশ প্রাথমিক স্কোয়াড: তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাশরাফি মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফউদ্দিন, এনামুল হক বিজয়, আবুল হাসান রাজু, আল আমিন হোসেন, নাসির হোসেন, মুক্তার আলী, তানভীর হায়দার, সাকলাইন সজিব ও শফিউল ইসলাম।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই