এইচপি’র বোলিং কোচ হয়ে আসছেন চম্পাকা!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৬:৫৬ পিএম

ঢাকা: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল আবার বাংলাদেশে বোলিং কোচ হয়ে আসছেন শ্রীলঙ্কার পেস বোলিং কোচ চম্পাকা রামানায়েক। এটা যে নিছক গুঞ্জন ছিল না সেটা বোঝা গেল চম্পাকার শ্রীলঙ্কার বোলিং কোচের পদ থেকে পদত্যাগের মাধ্যমে। শুক্রবার (২১ জুলাই) সকালে লঙ্কানদের বোলিং কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। ভারতের সংবাদমাধ্যম দাবি করেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাইপারফরম্যান্স দলের দায়িত্ব নিতে চলেছেন চম্পাকা।

২০০৮ সালের মার্চে চম্পাকাকে বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এরপর দু’বছর সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি। চম্পাকার কাজের ধরণে ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তা, খুশি ছিলেন সবাই। কিন্তু পারিশ্রমিক বেশি দাবি করায় চম্পাকার মেয়াদ বাড়ায়নি বিসিবি।

গত ক’বছর ধরে দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ। এই সাফল্যের মূলে বড় ভূমিকা পেস বোলারদের। আর এ কারণেই পেস বোলিং শক্তি আরও বাড়াতে পদক্ষেপ নিতে চলেছে বিসিবি। জাতীয় দলে কোর্টনি ওয়ালশকে আরও বড় পরিসরে কাজে লাগাতে চায় বোর্ড। আবার যিনি হাতে-কলমে শেখাতে পারেন সেদিকেও নজর রাখতে হচ্ছে। এ কারণেই চম্পাকাকে বেশি পছন্দ বোর্ডের।  

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর