ভবিষ্যৎ বার্সা কোচ জাভি!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২১, ২০১৭, ০৭:২৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: দুই বছর আগে ন্যু-ক্যাম্পকে বিদায় জানিয়েছিলেন জাভি হার্নান্দেজ। আপাতত খেলছেন কাতারের আল সাদ ক্লাবে। তবে এই স্প্যানিশ তারকার হৃদয় জুড়ে রয়েছে শৈশবের ক্লাব বার্সেলোনা। কারণটাও বেশ পরিষ্কার, এই ক্লাবের হয়ে যে খেলেছেন প্রায় দুই দশক।

খেলা ছাড়ার পর কাতালান ক্লাবের কোচ হওয়ার কথা বেশ কয়েকবার জানিয়েছিলেন জাভি। এবার সেই জল্পনাকে আরও উস্কে দিলেন বার্সা সভাপতি জোসেফ মারিয়া বার্তামিউ।

কাতালান ক্লাবে জাভির অভিষেক হয়েছিল ১৯৯৮ সালে। তারপর থেকে টানা ১৭ বছর বার্সোলানাতেই খেলেছেন মিডফিল্ড জেনারেল। ক্লাবের হয়ে জিতেছেন ২৫টি ট্রফি। এছাড়া স্পেনকে ২০১০ বিশ্বকাপ জেতাতেও সাহায্য করেছেন জাভি। এখন কাতারে খেললেও তাঁর হৃদয়ে যে শুধুই বার্সা সে কথা আগেই জানিয়েছেন। ভবিষ্যতে বার্সার কোচের দায়িত্ব নেয়াই তাঁর লক্ষ্য এ’কথাও বলেছেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

এ প্রসঙ্গে জানাতে গিয়ে বার্সা সভাপতি বলেন,‘ ও এখন শুধু খেলছেই না সঙ্গে কোচিং পাঠও নিচ্ছে। কারণ ও কোচিং করাতে চায়। তবে কোন ক্লাবে জানি না। তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত ও বার্সার টান উপেক্ষা করতে পারবে না।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম