মোস্তাফিজের অ্যাকশন বদলাবেন না ওয়ালশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১০:২৪ পিএম

ঢাকা: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোস্তাফিজুর রহমানকে অচেনা লেগেছে। তার কাটারগুলো ঠিকঠাক পড়েনি। বিবর্ণ ছিল মোস্তাফিজের পারফরম্যান্স। সমস্যা কি ছিল? অস্ট্রেলিয়া সিরিজের আগে সেটা নিয়ে কাজ করছেন কোর্টনি ওয়ালশ,‘ আমি খেয়াল করেছিলাম, ইংল্যান্ডে ও একটু দূরে সরে যাচ্ছিল। আমরা চেষ্টা করছি আরও খাড়া ও সোজাসুজি রাখার (ডেলিভারি স্ট্রাইডে) এবং ব্যালান্সড রাখার। চেষ্টা চলছে ওকে স্টাম্পের আরও কাছাকাছি আনার ও গতিটা আগের জায়গায় ফিরিয়ে নেওয়ার।”

অস্ত্রোপচারের পর মোস্তাফিজের অ্যাকশন বদলে ফেলা হয়েছে কি-না এ নিয়ে প্রশ্ন উঠেছিল। ওয়ালশ এধরণের প্রশ্নে বিরক্তিই প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘এমন নয় যে, নতুন বোলিং অ্যাকশনে দেখা যাবে তাকে। স্রেফ তাকে ক্রিজে আরও ব্যালান্সড করার চেষ্টা চলছে আর স্টাম্পের কাছ থেকে বোলিং করানো। আমি ওর বোলিং অ্যাকশন বদলাবো না, যতক্ষণ না মনে করছি বদলানো দরকার।’

মোস্তাফিজের নিজের উপলব্ধিটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ওয়ালশ। বলেন, ‘ও নিজেও জানে কী করতে হবে। ওকে কৃতিত্ব দিতেই হবে। কারণ মাঠে গিয়ে অনুশীলন নিখুঁত ভাবে করতে সে মুখিয়ে থাকে। ও বিশেষ এক প্রতিভা। হতে চায় সবার সেরা।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই