মানসিকভাবে শক্ত নাসির

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১০, ২০১৭, ০৯:১৭ পিএম

ঢাকা: অস্ট্রেলিয়া সিরিজকে ঘিরে নিজেদের মধ্যে ভাগ হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে মুশফিক-তামিমরা। বৃহস্পতিবার (১০ আগস্ট) ছিল ম্যাচের দ্বিতীয় দিন। এদিন তামিমের দলের হয়ে ৬২ রানের ঝকঝকে এক ইনিংস খেলেছেন দীর্ঘদিন সাদা পোশাকের ক্রিকেটে ব্রাত্য নাসির হোসেন। জাতীয় লিগ বা ঢাকা প্রিমিয়ার লিগ যখন যেখানে সুযোগ পেয়েছেন সেটি কাজে লাগানোর চেষ্টা করেছেন রংপুরের অলরাউন্ডার।

এবার তিন দিনের প্রস্তুতি ম্যাচে কোচ-নির্বাচকদের সামনে আত্মবিশ্বাস ছড়ানো ইনিংস খেললেন নাসির। দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আমি চেষ্টা করেছি প্রস্তুতি ম্যাচ থেকে কতটা আউটপুট নিতে পারি। অনেক দিন থেকে টেস্ট ম্যাচ খেলি না।তাই ইনিংস বড় করার চেষ্টা করেছি। হয়তো আরও বড় করতে পারতাম, কিন্তু আউট হয়ে গেছি।’

জাতীয় দলে নাসিরের প্রতিদ্বন্দ্বীতা বেড়েছে। তিনি যে জায়গায় খেলেন সেই জায়গায় সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেনদের খেলানো হয়। তাই তাদের টপকে দলে জায়গা পাকা করতে হলে তাকে বিশেষ কিছুই করে দেখাতে হবে। তবে নাসির এটাকে দলের জন্য ভালোই মনে করছেন, ‘এ ধরণের প্রতিযোগিতা থাকা ভালো। প্রতিযোগিতা থাকলেই বোঝা যাবে আমি কোথায় আছি, কোথায় উন্নতি করতে হবে। এটা সবার জন্যই ভালো। আগে এরকম প্রতিযোগিতা ছিল না। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশের ক্রিকেট উন্নতি করছে।’

জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজেকে কতটা বদলাতে পেরেছেন প্র্রশ্নে নাসির বলে গেলেন, ‘পরিবর্তনের কিছু নেই। মানুষের জীবনে ওঠা-নামা থাকেই।একজন ক্রিকেটারের ভালো-খারাপ সময় আসবেই। আমি মনে করি, মানসিকভাবে শক্ত হলে ফেরা কঠিন নয়। আমি মানসিকভাবে শক্ত আছি। ভালো করতে পারলে আবার আগের অবস্থানে যেতে পারব।’ ‘দ্য ফিনিশার’ তকমা পাওয়া নাসির কি পারবেন সাদা পোশাকের ক্রিকেটে জায়গাটা পাকা করতে?

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই