ফেদেরার জিতলেও হেরেছেন নাদাল

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১১, ২০১৭, ০২:৫০ পিএম
ফাইল ছবি

ঢাকা: রজার্স মাস্টার্সের আট নম্বর দিনটা ভালো-মন্দ মিশেলেই কেটেছে। বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইস তারকা রজার ফেদেরার। তিনি শেষ ষোলোর ম্যাচে স্পেনের ডেভিড ফেরারকে ৪-৬, ৬-৪, ৬-২ সেটে হারিয়েছেন। ফেদেরার জিতলেও কানাডিয়ান ‘টিনএজার’ ডেনিস শাপোভালোভের বিরুদ্ধে অপ্রত্যাশিতভাবে হেরে গেছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল৷

রজার্স মাস্টার্সের সেমিফাইনালে উঠলেই তিন বছর পর এটিপি র‌্যাংকিংয়ের শীর্ষে পৌঁছে যেতেন নাদাল৷ কিন্তু শাপোভালোভের বিরুদ্ধে ম্যাচ হেরে সেই আশা আপাতত শেষ৷ ম্যাচের প্রথম সেটে ৬-৩-এ এগিয়ে গিয়েছিলেন নাদাল৷ প্রথম সেটে হেরে যাওয়ার পর দুর্দান্তভাবে ফিরে আসেন ১৮ বছরের কানাডিয়ান খেলোয়াড়৷ দ্বিতীয় সেট তিনি জিতে নেন ৬-৪-এ৷ শেষ সেট ট্রাইবেকারে যায়৷ ট্রাইব্রেকে বাজিমাত করেন জুনিয়র উইম্বলডন চ্যাম্পিয়ন৷ কয়েকমাস আগে শাপোভালোভ খবরে এসেছিলেন অ্যাম্পায়ার বল ছুঁড়ে মারার জন্য৷ কিন্তু নিজেকে শুধরে কোর্টে ফিরেই নাদালের বিরুদ্ধে জয় পেলেন তিনি৷ এই জয় ভবিষ্যতে তাঁকে আরও বেশি আত্মবিশ্বাস জোগাবে৷

এদিন শুরুটা ভালো হয়নি ফেদেরারও। স্পেনের ফেরারের কাছে প্রথম সেট হেরে যান তিনি৷ কিন্তু পরের দুটি সেটে স্প্যানিশ খেলোয়াড়কে কোনও সুযোগ না দিয়ে ম্যাচ পকেটে পুরে নেন ফেদেরার৷ ম্যাচের পর সুইস মায়েস্ত্রো বলেন,‘ ম্যাচ জিতে আমি খুশি৷ আমি জানতাম ডেভিড আমাকে সহজে ছেড়ে দেবে না৷ ও ভালো খেলেছে৷ এই লড়াই আমি উপভোগ করেছি৷’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর