তামিম-সাকিবদের জ্বলে উঠতে বললেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৭, ০৭:৪২ পিএম

ঢাকা: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বাগে আনতে সিনিয়র খেলোয়াড়দের ভাল করতে হবে। সেক্ষেত্রে মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে জ্বলে উঠতে হবে। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে শুক্রবার (১৮ আগস্ট) ঢাকায় আসছে অস্ট্রেলিয়া দল। সেই লক্ষ্যকে সামনে রেখে নিবির অনুশীলন করে চলেছে লাল সবুজের দল। টেস্ট দলে না থাকলেও গত পাঁচ সপ্তাহ যাবত চলা জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে ঘাম ঝড়াচ্ছেন মাশরাফি। তারই ফাঁকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ম্যাশ বলেন, ‘আমি আশা করব আমাদের সিনিয়র চার খেলোয়াড় তাদের উইকেটের মূল্য বুঝতে পারবে। মিডল অর্ডারে অবশ্যই তাদেরকে ভাল একটা কিছু করতে হবে যেটা তরুণরা অনুসরণ করতে পারে।’

২০০৯ সালে ৩৬তম ও নিজের শেষ টেস্ট খেলা ৩৩ বছর বয়সী মাশরাফির মতে অস্ট্রেলিয়াকে হারাতে হলে ব্যাটিং বিভাগে অধিনায়ক মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে জ্বলে উঠতে হবে।

নড়াইল এক্সপ্রেস খ্যাত এই পেসার বলেন, ‘তামিম বর্তমানে নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে আছে। সে এবং ইমরুল কায়েস ভাল একটা শুরু এনে দিতে পারে। স্পিন বিভাগে আমাদের সাকিব ও মেহেদি হাসান মিরাজ আছে। ফাস্ট বোলারদের কেউ একজন ভাল একটা স্পেলে তিন/চারটা উইকেট নিতে পারলে আমাদের একটা সম্ভাবনা থাকবে। ম্যাচে একটা অবস্থা সৃষ্টি হলে এটাই প্রতাশা থাকবে।’

মাশরাফি বলেন, তিনি মনে করছেন গত বছর উৎসাহব্যঞ্জক ফল করার পর খেলোয়াড়রা টেস্টে অনেক বেশি আত্মবিশ্বাসী। গত ১০ মাসে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ নিজ মাঠে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে। সব দিক বিবেচনায় লংগার আর্সনে টাইগারদের কাছ থেকে আরো বড় কিছু প্রত্যাশা করছেন ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘ জয়-পরাজয়ের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানসিকতা। ড্রেসিং রুমে থেকে আমি প্রত্যক্ষ করছি-আগের দলগুলোর চেয়ে তাদের মানসিক অবস্থা সম্পূর্ণ ভিন্ন এবং আগামী দুই বছরে তারা অনেক বড় কিছু করতে যাচ্ছে। ‘তারা লড়াই করবে এমনটা ভাবতেই ভাল লাগছে ।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই