উইকেটকেই চ্যালেঞ্জ মানছেন হ্যান্ডসকম্ব

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৩:৪৯ পিএম

ঢাকা: ২৭ আগস্ট মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট। ২২ আগস্ট থেকে একটা প্রস্তুতি ম্যাচ খেলার কথা থাকলেও অস্ট্রেলিয়া দল খেলবে না বলে বিসিবিকে নিশ্চিত করেছে। এটি ম্যাচে কতটা প্রভাব ফেলে সেটা সময়ই বলে দেবে। তবে পিটার হ্যান্ডসকম্ব রোববার সংবামমাধ্যমের মুখোমুখি হয়ে বলে গেলেন, উপমহাদেশের উইকেটে খেলাটাই চ্যালেঞ্জ, ‘উপমহাদেশের উইকেট আমাদের মতো না। তাই এখানে খেলাটা বেশ চ্যালেঞ্জিং।’

নিজেদের প্রস্তুতি নিয়েও কথা বলতে গিয়ে হ্যান্ডসকম্ব বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা প্রস্তুতিটা বেশ ভালিই নিয়েছি। সেই প্রস্তুতিটা এখানে বেশ কাজে লাগবে বলেই আশা করছি।’ বাংলাদেশ সিরিজকে ভারতে খেলার প্রস্তুতি হিসেবে দেখছেন তিনি, ‘এরপর আমাদের ভারতের সঙ্গে খেলা। ফলে উপমহাদেশের কন্ডিশন বোঝার জন্য এই সিরিজ আমাদের খুব কাজে দেবে। এই সিরিজের অভিজ্ঞতা আমরা ভারতে কাজে লাগাতে পারব।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই