প্রোটিয়াদের পেস বোলিংকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ০৬:১৭ পিএম

ঢাকা: দীর্ঘ বিরতির পর রংপুরের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট খেললেন মাশরাফি বিন মুর্তজা। প্রথম ইনিংসে বোলিং করতে গিয়ে তেমন সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে নতুন বলে দারুন বোলিং করেছেন নড়াইল এক্সপ্রেস। ১২ রানে তুলে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিং দারুন সন্তুষ্ট মাশরাফি, ‘প্রথম দিন একটু অস্বস্তি ছিল। তবে আজ (সোমবার) বোলিং ভালো করেছি। ৩ উইকেট নিলাম। এরপর তো বৃষ্টিতে আর খেলা হলো না।’

মুশফিকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছে। কিন্তু মাশরাফি অনেক দিন হলো খেলার মধ্যে নেই। তাই দক্ষিণ আফ্রিকায় রওনা হওয়ার আগে ম্যাচ অনুশীলনের ঘাটতি প্রথম শ্রেণির ম্যাচ দিয়ে পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। সামনে আরও একটি ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে মাশরাফির, ‘আর একটি ম্যাচ খেলার ইচ্ছা আছে। হয়তো পরের ম্যাচটাই। কাল (মঙ্গলবার) ঢাকায় গিয়ে সিদ্ধান্ত নেব। খুলনার ম্যাচে আমার ইচ্ছা ছিল ২৭-২৮ ওভার বোলিং করা। কিন্তু দুই দিনের বৃষ্টিতে সেটা হলো না।’

দক্ষিণ আফ্রিকা সফরে মাশরাফি প্রোটিয়াদের পেস বোলিংকেই চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। তার কথায়, ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের আসল চ্যালেঞ্জটা হবে ওদের পেস বোলিং। তবে পেস বোলিং সামলানোর মতো ব্যাটসম্যানও আমাদের আছে। ওয়েলিংটনেও আমরা ৬০০ রান করেছি। অবশ্য সাকিব সে টেস্টে ২০০ করেছে, ও এবার নেই। তবে অন্য ব্যাটসম্যানদেরও ভালো করার সামর্থ্য আছে। আর টেস্ট জিততে হলে আমাদের বোলারদের ২০ উইকেট নিতে হবে, এটা তো জানা কথাই।’

তবে দক্ষিণ আফ্রিকায় জয়ের কথা ভাবছেন না মাশরাফি। তার কথা সেখানে ভালো খেলাটাই আসল, ‘জয়ের কথা আমি বলব না। কারণ আমাদের এই দলের বেশির ভাগ খেলোয়াড় আগে দক্ষিণ আফ্রিকায় খেলেনি। তবে সাম্প্রতিক সময়ে আমরা ভালো খেলছি। আমি চাই, আমাদের দল সেখানেও ভালো ক্রিকেটটাই আগে খেলুক।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই