দুঙ্গারপুরকে এখনো ভোলেননি শচীন

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০১৭, ১২:৫২ পিএম

ঢাকা: শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিরাট বড় নাম। তাঁর ২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অনেক মানুষেরই অবদান রয়েছে। শচীন এই মানুষগুলোর নাম ভোলেননি। এর মধ্যে আছেন দেশটির প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট রাজ সিং দুঙ্গারপুর।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) ক্লাব অফ  ইন্ডিয়া (সিসিআই)-তে উদ্বোধন হলো রাজ সিং দুঙ্গারপুর গেট। এটি উদ্বোধন করেন শচীন। সেখানেই প্রয়াত বোর্ড প্রেসিডেন্ট সম্পর্কে বলতে গিয়ে নস্ট্যালজিক হয়ে পড়েন শচীন, ‘রাজ ভাইয়ের সম্পর্কে কোথা থেকে বলতে শুরু করব তা নিজেই বুঝতে পারছি না। গোটা ক্রিকেট জীবনেই আমাকে সঠিক পথে পরিচালিত হওয়ার বুদ্ধি দিয়ে গিয়েছেন। চৌদ্দ বছর বয়সে শিবাজি পার্কে প্রথম খেলতে দেখেছিলেন।  তার পর এই ক্লাবে খেলার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সম্মান আজও ভোলা সম্ভব নয়।’

এখানেই না থেমে শচীন জানান, উননব্বই-এর ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁকে যে দলভুক্ত করা হচ্ছে না তা প্রথম তাঁকে জানিয়েছিলেন রাজ সিং দুঙ্গারপুর-ই। শচীনের কথায়, ‘দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনাল চলাকালীন রাজ ভাই দেখা করেন। বলেন, এই ম্যাচে বড় রান করার চেষ্টা করো। তার পর ফাইনালে গেলে সেখানেও সেঞ্চুরি করতে হবে। তবে তুমি ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছ না। এর পরেই এসএসসি পরীক্ষা। সেখানেই মনোনিবেশ করতে হবে তোমাকে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর