ভারতে এবার কপিলকে নিয়ে বায়োপিক

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৭, ০৯:২৫ পিএম

ঢাকা: বায়োপিক বলিউডের নতুন ট্রেন্ড! দুই নক্ষত্র শচীন টেন্ডুলকার আর মহেন্দ্র সিং ধোনির বায়োপিক কোটি কোটি টাকার ব্যবসা করেছে বক্স অফিসে। এবার এই তালিকায় ঢুকতে চলেছেন ‘হরিয়ানা হ্যারিকেন’। পরিচালক কবির খান তৈরি করতে চলেছেন ভারতের প্রথম বিশ্বকাপজয়ী  কপিল দেবের বায়োপিক।

কপিলের ভূমিকায় দেখা যাবে রামলীলা খ্যাত রণবীর সিংকে। ফ্যান্টম ফিল্মের ব্যানারে পরিচালক অবশ্য শুধু কপিলের হাতে লর্ডসের ৮৩-এর স্মরণীয় মুহূর্ত সেলুলয়েডে ফুটিয়ে তুলতে চাইছেন। বিশ্বকাপের তৃতীয় সংস্করণে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথম বিশ্ব জয়ের স্বাদ পেয়েছিল ভারত। ক্রিকেট মক্কায় কপিলের হাতে বিশ্বকাপ ক্রিকেট মানচিত্রে নতুন পরিচয় দিয়েছিল ভারতকে। আর ভারতীয় ক্রিকেট সাবালক হয়েছিল কপিলের হাতে বিশ্বকাপ দেখার পর।

১৮৩ রান পুঁজি করে ক্যারিবিয়ান দূর্গে হামলা চালিয়ে সফল হয়েছিলেন কপিলের সৈন্যরা। বলবিন্দর সিং সান্ধুর অবিশ্বাস্য ডেলিভারি গর্ডন গ্রিনিজের স্টাম্প ছিটকে দিতেই আশার আলো দেখতে পেয়েছিল ভারতীয়রা। তার পর লম্বা দৌড়ে ভিভ রিচার্ডসের অবিশ্বাস্য ক্যাচ ধরে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছিলেন অধিনায়ক কপিল।

এর আগে লিগ ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে কপিলের ১৭৫ রানের ঐতিহাসিক ইনিংস ভারতের বিশ্ব জয়ের সূচনা করেছিল। এ সবই তুলে ধরতে চাইছেন পরিচালক কবির খান। থাকবে রিচার্ড হ্যাডলিকে টপকে কপিলের বিশ্বের সর্বাধিক টেস্ট উইকেটের বিশ্ব রেকর্ডের মুহূর্তও। যদিও ছবিতে প্রাধান্য পাচ্ছে লর্ডসের ঐতিহাসিক মুহূর্ত। ঐতিহ্যের লর্ডসে কপিল দেবের হাতে ভারতের ক্রিকেট দলের প্রথম বিশ্বজয়ের স্বপ্নপূরণের গল্পের নানা ঘটনা স্থান পাবে ছবিতে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই