আন্তর্জাতিক ফুটবলকে রোবেনের বিদায়

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১১, ২০১৭, ০৭:০৭ পিএম
ফাইল ফটো

ঢাকা: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পেতে ব্যর্থ হয়েছে হল্যান্ড। আর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আরিয়েন রোবেন। সুইডেনের বিপক্ষে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি রোবেনের দল জিতেছে ২-০ গোলে। দুটি গোলই এসেছে এই ডাচ তারকার পা থেকে।

সুইডেনের সঙ্গে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল পার্থক্যে পিছিয়ে ছিটকে গেলেন রোবেনরা।

আন্তর্জাতিক ক্যারিয়ারে রোবেন ৯৬টি ম্যাচে ২৯টি অ্যাসিস্টসহ মোট ৩৭টি গোল করেছেন। ২০০৩ সাল থেকেই জাতীয় দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তিনি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও রোবেন ৩টি গোল করেন। যদিও সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হার মানতে হয় হল্যান্ডকে।  এর পর থেকেই সময়টা একদম ভালো যাচ্ছে না হল্যান্ডের।

২০১৬-এর ইউরো কাপের পাশাপাশি ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্ব উতরাতে ব্যর্থ হয়েছে ডাচরা। তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন রোবেন।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এমএইচএম