সিরিজ বাঁচানোর ম্যাচে দারুন শুরু শ্রীলঙ্কার

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০৬:১৯ পিএম

ঢাকা: প্রথম দুই ম্যাচ হেরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাকফুটে চলে গিয়েছে শ্রীলঙ্কা। বুধবার (১৮ অক্টোবর) আবুধাবিতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয়েছে তৃতীয় ওয়ানডে। সিরিজ বাঁচাতে হলে এই ম্যাচটি জিততেই হবে লঙ্কানদের।

শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে লঙ্কান অধিনায়ক উপুল থারাঙ্গা ব্যাটিং বেছে নিয়েছেন। এ প্রতিবেদন লেখার ১  উইকেটে তারা স্কোরবোর্ডে তুলেছে ৬৯ রান। উপল থারাঙ্গা ৪২ এবং দীনেশ চন্দিমাল ৫ রান নিয়ে ব্যাট করছেন। ১৮ রান করে হাসান আলীর বলে আউট হয়েছেন নিরোশান ডিকওয়েলা।

দ্বিতীয় ওয়ানডেতে সিরিজে সমতা ফেরানোর দারুন সুযোগ ছিল শ্রীলঙ্কার। ২১৯ রান তাড়া করতে গিয়ে তাদের ৩২ রানে হারতে হয়েছে ব্যাটসম্যানদের নিদারুন ব্যর্থতায়। একপ্রান্তে ক্যারিয়ারে ১৫ তম সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন থারাঙ্গা, অন্যপ্রান্তে ব্যাটসম্যানরা যাওয়া-আসার মিছিল করেছেন। লো-স্কোরিং ম্যাচ হেরে যার মাশুল গুণতে হয়েছে শ্রীলঙ্কাকে।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই