প্যাটারসন-রাবাদায় কাঁপছে বাংলাদেশ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭, ০৭:০১ পিএম

ঢাকা: বাংলাদেশের ওপর ৩৬৯ রানের বোঝা চাপিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলেই প্যাটারসনের বলে ক্যাচ তুলে দেন ইমরুল কায়েস(১) ফারহান বিহারদিয়েনের হাতে। দলের রান তখন মাত্র ৩। 

এই ধাক্কা কোথায় সামলে উঠবে বাংলাদেশ উল্টো সেই প্যাটারসনই নিজের দ্বিতীয় ওভারে লিটন দাসকে (৬) এলবিডব্লুর ফাঁদে ফেলেন। এর পর সৌম্য সরকারও (৮) কাগিসো রাবাদার বলে স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন।  ২০ রানে টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে বাংলাদেশ। ১৫ রানে ২ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছে বাংলাদেশ।

এর আগে সেঞ্চুরির কাছে গিয়ে রিটায়ার্ড হার্ট হয়েছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি। তিনি ৯১ রান করে ফিরে গেছেন। মাত্র ৬৭ বলে ১০ চার আর এক ছক্কায় ডু প্লেসি এই রান করেছেন। সঙ্গী এইডেন মার্করাম ৬৬ রান করে ইমরুল কায়েসের থ্রোতে রান আউট হয়েছেন। 

আগের ম্যাচে ১০৪ বলে ১৭৬ রানের ইনিংস খেলা  ভিলিয়ার্স ২০ রান করেছেন। বিহারদিয়েন অপরাজিত ৩৩ রান করেছেন। আর শেষের দিকে কাগিসো রাবাদা ১১ বলে করেছেন ২৩ রান। এর আগে উদ্বোধনী জুটিতে ১১৯ রান তুলেছেন বাভুমা ও ডি কক। ক্যারিয়ারে ১৫ তম ফিফটি করে ডি কক আউট হয়েছেন ৭৩ রানে। ২ রানের জন্য ফিফটি বঞ্চিত হয়েছেন বাভুমা (৪৮)। মিরাজ ৫৯ ও তাসকিন আহমেদ ৬৬ রানে পেয়েছেন ২টি  উইকেট পেয়েছেন। ১টি উইকেট শিকার করেছেন রুবেল হোসেন।  

সিরিজ আগেই হেরে বসা বাংলাদেশের জন্য তৃতীয় ম্যাচে শুরুটা মোটেও ভালো হয়নি। মাশরাফিদের নির্বিষ বোলিংয়ের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন প্রোটিয়া দু’ওপেনার। প্রথম ১৫ ওভারের মধ্যে কোনো সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। 

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই