অলিম্পিয়াকোসে আটকে গেল বার্সেলোনা

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১, ২০১৭, ০১:৩২ পিএম

ঢাকা: বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে এক সময় অলিম্পিয়াকোসকে কোচিং করিয়েছেন। তাই এই দলটি সম্পর্কে তাঁর ভালোই জানাশোনা ছিল। কিন্তু সেটি কাজে লাগল কোথায়? অলিম্পিয়াকোসের মাঠে গিয়ে যে বার্সেলোনা গোলশুণ্য ড্র করেছে।

অবশ্য ম্যাচে আধিপত্য দেখিয়েছে বার্সা। ৭০ শতাংশ বল দখল করে তারাই রেখেছিল। কিন্তু গোল করার যে আসল কাজটি সেটাই করতে পারেনি বার্সা। অলিম্পিয়াকোসের এই ড্র তাদের নক আউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে।

বার্সার একের পর এক আক্রমণেও সব ঠিকঠাক সামলে নিয়েছে অলিম্পিয়াকোস। বিরতির আগে চোট পেয়ে মাঠ ছাড়েন রবার্তো, নামেন জেরার্ডো দেউলেফেউ। মেসি, সুয়ারেজদের মুহুর্মুহু আক্রমণের মুখে অবিচল দাঁড়িয়ে ছিলেন অলিম্পিয়াকোস ডিফেন্ডাররা। বাধা হয়ে দাঁড়িয়েছিল পোস্টও।

৬২ মিনিটে পাওলিনহোর বদলে মাঠে আসেন ইভান রাকিটিচ, ৭৯ মিনিটে ডেনিসের জায়গায় আন্দ্রে গোমেজ। কিছুতেই কিছু হলো না। শেষ অবধি গোলশুণ্য ড্র হয়েছে ম্যাচটি।আর বিরক্ত হয়ে ঘরে ফিরতে হয়েছে দর্শকদের।

সোনালীনিউজ/আরআইবি/