এবার জরিমানা গুনতে হচ্ছে নাসিরকে

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৮, ২০১৭, ০৪:৩৩ পিএম

ঢাকা: বিপিএলের উদ্বোধণী ম্যাচে ৬ মিনিট দেরি করে টস করতে আসেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন। ফলে আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে সতর্ক করা হয়েছিল। এবার আর সতর্ক বার্তা নয়, জরিমানা গুনতে হচ্ছে এই অলরাউন্ডারকে।

মঙ্গলবার (৭ নভেম্বর) তৃতীয় ম্যাচে রাজশাহীর বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে সিলেট সিক্সার্স। এটি তাদের টানা তৃতীয় জয়। এমন দিনে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে নাসিরকে। জরিমানা হিসেবে সিলেট অধিনায়কের ম্যাচ ফি থেকে ২০ ভাগ কেটে নেয়া হবে। শুধু নাসিরই নয়, জরিমানা গুনতে হচ্ছে সিলেট সিক্সার্সের অন্যান্য ক্রিকেটারদেরও। তাদেরও ম্যাচ ফির ১০ ভাগ করে কেটে নেয়া হবে।

এর আগে বিপিএলের উদ্বোধণী ম্যাচেই নিয়ম ভঙ্গ করেছেন সিলেট সিক্সার্সের অধিনায়ক নাসির হোসেন ও ম্যানেজার হাসিবুল হোসেন। আচরণবিধি ভঙ্গের দায়ে দুজনকেই সতর্ক করেছে বিসিবি। প্রথম ম্যাচে নাসিরকে সতর্ক করা হলো, দ্বিতীয় ম্যাচে অসদাচরণের জন্য সাব্বিরকে জরিমানা করা হয়। তৃতীয় ম্যাচে অধিনায়কসহ দলের সব সদস্যকে জরিমানার কবলে পড়তে হলো।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই