সিকান্দারের আশা ঘুরে দাঁড়াবে ভাইকিংস

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৩, ২০১৭, ০৮:০৮ পিএম

ঢাকা: তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরেছে চিটাগাং ভাইকিংস। মিসবাহ-উল-হকের নেতৃত্বে দলটি এখনো নিজেদের ঠিকঠাক মেলে ধরতে পারেনি। তবে এত তাড়াতাড়ি হাল ছাড়ছেন না ভাইকিংসের জিম্বাবুয়েন তারকা সিকান্দার রাজা। তিনি মনে করেন, চিটাগাং এখনো সঠিক কম্বিনেশন খুঁজে পায়নি। সেটি হলে দলটিতে ধারাবাহিকতা ফিরবে।

সোমবার অনুশীলন শেষে সংবাদমাধ্যমের সামনে সিকান্দার বললেন, আমার মনে হয়, নিজেদের দিকে ফল আনতে আমরা কিছু ভুল করছি। এমনও তো হতে পারে যে, পরের তিন ম্যাচের তিনটিতেই জিতে গেলাম। তাই এত তাড়াতাড়ি উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা এখনো সঠিক কম্বিনেশন খুঁজছি। আমি নিশ্চিত আগামী দু-এক ম্যাচের মধ্যেই আমরা সেরা কম্বিনেশন পেয়ে যাব।’

মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে চিটাগাং। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। এ ম্যাচেই ঘুরে দাঁড়ানোর ব্যাপারে দারুন আশাবাদী সিকান্দার, ‘অবশ্যই আমরা এটা করতে পারবো।’ এর পর ঢাকার উইকেট নিয়ে তাঁর মন্তব্য, ‘১৭০, এখানে এটাই হাই স্কোরিং ম্যাচ।  আমার মনে হয়, টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি ঢাকাতেও হাই স্কোরিং ম্যাচ দেখতে পারবেন।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই