আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ, তামিম-লিটনকে জরিমানা

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৭, ০৭:৫৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: তখন রংপুর রাইডার্স ব্যাট করছিল। ১৭ তম ওভার করছিলেন আফগান লেগ স্পিনার রশিদ খান। রবি বোপারার বিপক্ষে জোরালো আবেদন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। আম্পায়ার র‌্যানমোর নমোর মার্টিনেজ তাতে কর্ণপাত না করলে আপত্তি জানান অধিনায়ক তামিম ইকবাল ও উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোয় ম্যাচ শেষে দুজনকেই জরিমানা করা হয়েছে।

তামিম-লিটনের ম্যাচ ফি’র ৫০ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুধু জরিমানাই নয়, দুজনের নামের পাশে যোগ হয়েছে তিনটি করে ডিমেরিট পয়েন্ট। আর এক পয়েন্ট যোগ হলেই তামিম-লিটন এক ম্যাচ করে নিষিদ্ধ হবেন।

ম্যাচ শেষে আম্পায়াররা ম্যাচ রেফারির কাছে তামিম-লিটনের বিরুদ্ধে নালিশ করেন। তাদের কাছে, এই দুজনের প্রতিক্রিয়া বাড়াবাড়ি মনে হয়েছে। অবশ্য তামিম-লিটন দুজনই নিজেদের দায় স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই