মেজবানের দাওয়াত দিয়েছেন তামিম

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০১৭, ১২:৫১ এএম
ফাইল ছবি

ঢাকা: চট্টগ্রামে খেলা হলেই ক্রিকেটার তামিম ইকবালের বাড়ি যাওয়া যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অবশ্য এটি সুদীর্ঘকাল ধরেই হয়ে আসছে। চাচা আকরাম খান ছিলেন বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক। তামিমের বাবা ইকবাল খানেরও ফুটবলার হিসেবে নামডাক ছিল। ভাই নাফিস ইকবালও টেস্ট ক্রিকেট খেলেছেন। এখন খুলনা টাইটান্সের ম্যানেজারের দায়িত্ব সামলাচ্ছেন। বাবা-চাচা-ভাই মিলিয়ে তামিমদের পরিবার চট্টগ্রামের বিখ্যাত পরিবারের তকমা পেয়ে গেছে।

সিলেট-ঢাকা পর্ব শেষ করে বিপিএল এখন চট্টগ্রামে। বৃহস্পতিবার সকালে জহুর আহমেদ চৌধুর স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগেই তামিম জেনে নিয়েছেন সবাই ঠিকঠাক মেজবানের দাওয়াত পেয়েছেন কি না। রোববার তামিমের বাড়িতে হবে চট্টগ্রামের ঐতিহ্যবাহি মেজবান।

বিপিএলের গত চার আসরের মধ্যে তিনবারই চট্টগ্রামের হয়ে খেলেছেন তামিম। একবার খেলেছেন দুরন্ত রাজশাহীর হয়ে। এবার খেলছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। তামিমের জন্য ভালো খবর হলো, ঘরের মাঠে তাকে চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হতে হবে না,‘খুবই ভাগ্যবান, চিটাগংয়ের বিপক্ষে (এখানে) আমার খেলতে হচ্ছে না! ওদের সঙ্গে খেলা শেষ। কারও যদি রাগ থাকে, সেটা দেখতে হবে না! তবে দিন শেষে আমি যেহেতু এখানকার ঘরের ছেলে, যে দলেই খেলি না কেন, চট্টগ্রামের মানুষের কাছে সমর্থন পাব। সব সময়ই এটাই আমি আশা করি।’

তামিম মনে করেন, বিপিএলে যখন হোম অ্যান্ড অ্যাওয়ে ব্যাপারটি চলে আসবে তখন মান আরও বাড়বে,  যখন হোম অ্যান্ড অ্যাওয়ে’র ব্যাপারটা এসে যাবে, তখন বিপিএলের মান অন্য রকম হয়ে যাবে। তখন চট্টগ্রামের মানুষ শুধু চিটাগংকেই সমর্থন করবে। ঢাকার মানুষ শুধু ঢাকাকে সমর্থন করবে। এখনো এটা ‘মিক্স অ্যান্ড ম্যাস’। “হোম অ্যান্ড অ্যাওয়ে” পদ্ধতি চলে এলে, যেমনটা আইপিএলে দেখি, তখন বিপিএলের আরও লাভ হবে।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই