বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল মাহমুদউল্লাহ

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৭, ১০:০০ এএম

ঢাকা: পাঁচ বিদেশী খেলানোয় বাংলাদেশের ক্রিকেটারদের ভালো করাটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যারা কেবল ভালো করছেন দলগুলোতে তারাই টিকে যাচ্ছেন। তবে সময় যত গড়াচ্ছে ছবিটা তত বদলাচ্ছে।

বিদেশীদের সঙ্গে সমান তালে লড়ে বাংলাদেশের ক্রিকেটাররা পারফর্ম করে যাচ্ছে। রংপুর রাইডার্সের বিপক্ষে ৫৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন মাহমুদউল্লাহ।

বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে এখনও অবধি তিনিই সবচেয়ে বেশি উজ্জ্বল। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন। তাঁর দল খুলনাও উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে। মাহমুদউল্লাহ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, আবার পারফরম্যান্সের ধারাবাহিকতাও বজায় রেখেছেন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাহমুদউল্লাহ বললেন, ‘ভালো লাগছে দলে অবদান রাখতে পারছি।’ ৭ ম্যাচে ২৪৮ রান করেছেন মাহমুদউল্লাহ। গত বিপিএলে ১৪ ম্যাচে ৩৯৬ রান আর ১০ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা মাহমুদউল্লাহ এবারও ধরে রেখেছেন ধারাবাহিকতা।

দুশ্চিন্তা একটাই তিনি ছাড়া খুলনার টপ অর্ডারের কেউ রান পাচ্ছেন না,‘ এটা নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। আমরা হয়তো সেরা সমন্বয় করতে পারছি না। টপ অর্ডার যদি আরও ভালো করে, আমাদের দল আরও শক্তিশালী হবে।’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন