কুমিল্লার আফগান মুজিবকে চিনে রাখুন!

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৫, ২০১৭, ১১:৩৪ এএম
ফাইল ছবি

ঢাকা: ক্রিকেট অবকাঠামো বলতে কিছুই নেই আফগানিস্তানে। তারপরও ভয়ডরহীন ক্রিকেট খেলে এরই মধ্যে টেস্ট স্ট্যাটাস পেয়েছে দলটি। জাতীয় দল তো দুর্দান্ত খেলছেই, বয়সভিত্তিক দলগুলোও কাউকে ছেড়ে কথা বলছে না! বাংলাদেশে এসে আফগান যুবারা সিরিজ জিতে গেছে। শুধু তাই নয়, কয়েক দিন আগে মালয়েশিয়ায় অনুষ্ঠিত যুবাদের এশিয়া কাপেও পাকিস্তানকে বিধ্বস্ত করে শিরোপা জিতেছে আফগানিস্তান।

এশিয়া কাপে আফগানরা নতুন এক স্পিনার পেয়েছে। নাম তাঁর মুজিব জাদরান। তাঁর স্পিনের সামনে কোনও দলই ঠিকঠাক দাঁড়াতে পারেনি। সেই মুজিবকেই দলে টেনে নিল ‍কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তামিম ইকবালের দলের আরেক স্পিনার রশিদ খানকে অবশ্য ছাড়তে হচ্ছে। দেশের হয়ে সিরিজ খেলতে শনিবার রাজশাহী কিংসের বিপক্ষে খেলেই দুবাই রওনা দেবেন।

তবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বল হাতে মুজিবের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ২৩ রানের বিনিময়ে তুলে নেন ৬ উইকেট। সেমিফাইনালে নেপাল ও ফাইনালে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি করে উইকেট শিকার করেন মুজিব।

সবমিলিয়ে ২০ উইকেট তুলে নিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন। এটা বলার অপেক্ষা রাখে না, তিনি ব্যাটসম্যানদের যথেষ্টই ভোগাবেন। মুজিব অন্যরকম কীর্তি গড়লে অবাক হওয়ার কিছু নেই!


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন