টেস্ট অভিষেকে ‘অদ্ভুত’ আউট হয়ে বিশ্বরেকর্ড!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৭, ০৮:২৫ পিএম

ঢাকা: টেস্ট অভিষেকে ব্যাট-বল হাতে নতুন রেকর্ড করার বহু নজির রয়েছে। তবে এমন অনেক ক্রিকেটারই আছেন যারা কিছু না করেই ইতিহাসের পাতায় নাম উঠিয়েছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) এমনই এক ঘটনার সাক্ষী হয়ে থাকল ওয়েলিংটনের বেসিন রিজার্ভ।

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্টে অভিষেকে শূন্য রানে ‘হিট-উইকেট’ হয়ে ইতিহাসে নাম লিখিয়েছেন ক্যারিবীয় ব্যাটসম্যান সুনিল আম্বরিস। টেস্ট ক্রিকেটে এর আগে ১০ জন ব্যাটসম্যান অভিষেকে হিট-উইকেট হলেও আম্বরিসই হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার যিনি অভিষেক টেস্টে শূন্য রানে হিট-উইকেট হয়ে বিশ্বরেকর্ড গড়লেন।

কিছুদিন আগেই নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ১৪৫ বলে ১৫৩ রানের দুরন্ত ইনিংস খেলে শুক্রবার ‘টেস্ট ক্যাপ’ পরার সুযোগ পান আম্বরিস। কিন্তু অদ্ভুতরকমের আউট হয়ে তিনি ইতিহাসই হয়ে গেলেন।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম