এখন ম্যাককালামকে কী বলবে বিসিবি?

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০১৭, ০৯:২৫ পিএম

ঢাকা: মিরপুরের উইকেটকে ‘জঘন্য’ বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে চিঠি পেয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল। এবার সেই একই উইকেটের কড়া সমালোচনা করলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। রংপুর রাইডার্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি মিরপুরের উইকেটের সমালোচনা করেন।

বুধবার রংপুরের বিপক্ষে ঢাকা আগে ব্যাট করতে নেমে রান তুলতেই হিমশিম খাচ্ছিল। ঠিক বোঝা যাচ্ছিল না, এটি টি-টোয়েন্টি ম্যাচ না টেস্ট ম্যাচ! শেষমেষ কোনোভাবে ১৩৭ রান তোলে তারকায় ভরপুর ঢাকা। এই লক্ষ্যই পরে রংপুরের সামনে হয়ে গেছে পাহাড় সমান। তারা মোটে করতে পেরেছে ৯৭ রান।

দর্শকরা মাঠে আসে চার-ছয় দেখতে। কিন্তু ব্যাটসম্যানরা যদি রান করার জন্য সংগ্রাম করে সেটি দেখতে ভালো লাগার কথা নয়। তাই ম্যাককালাম বলছেন,‘ এটা খুব বাজে উইকেট ছিল। এখানে অনেক ভালো, বিশ্বমানের খেলোয়াড় আছে। দর্শকেরা রোমাঞ্চকর ক্রিকেট দেখতে চায়। আমার মনে হয় না তারা আজ এ রকম কোনো ম্যাচ দেখতে পেয়েছে। আজ যা হয়েছে তার চেয়ে ভালো উইকেটে সামনে খেলা হওয়া উচিত।’

খেলোয়াড় থেকে কোচ, মিরপুরের উইকেট নিয়ে কেউই সন্তুষ্ট নয়। ঢাকার প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা মেহেদি মারুফও এর ব্যতিক্রম নন, ‘আমার কাছে অতটা ভালো মনে হয় না (উইকেট)। চট্টগ্রাম-সিলেটের উইকেট অনেক ভালো ছিল। জানি না কেমন হচ্ছে। এর মধ্যেই আমাদের খেলতে হবে।’

ম্যাককালামের নিকট রংপুরের বড় আশা ছিল। কিন্তু তিনি সে আশার কিছুই মেটাতে পারেননি। ৯ ম্যাচে ১৬.৮৮ গড়ে ১৫২ রান করেছেন। কেন ভালো করতে পারছেন না, এর ব্যাখ্যাও দিয়েছেন ম্যাককালাম, ‘গত কয়েক বছর আমি অন্য রকম উইকেটে খেলে অভ্যস্ত ছিলাম। এখানে তো টার্ন আর বাউন্সের ব্যাপারে নিশ্চিতও হতে পারছি না। বল কখনো কখনো ওপর দিয়ে চলে যাচ্ছে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ওরা জানিয়েছে আগে পিচ বেশ ভালো ছিল। কিন্তু একজন স্ট্রোকমেকার হিসেবে এখানে খেলা অনেক কঠিন হচ্ছে। অবশ্যই, আমার পারফরম্যান্স আরো ভালো হওয়া উচিত ছিল। তবে আরেকটু ভালো উইকেট পেলে ভালো হতো। সে ক্ষেত্রে আমি হয়তো আরেকটু বেশি ধারাবাহিক হতে পারতাম।’

তামিমরা উইকেটের সমালোচনা করলে চিঠি পাঠিয়ে তাদের ধমক দেয়া হয়। ম্যাককালামও তো উইকেটের সমালোচনা করলেন। এখন তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে বিসিবি?

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/জেডআই