মাশরাফির চোখে অন্যতম সেরা জয়

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ১০:৩৫ পিএম

ঢাকা: মিরপুরে বাংলাদেশের এক ম্যাচে অনেক জবাব দেয়ার ছিল। মাশরাফি-সাকিবরা ১৬৩ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে সেটি দিয়েছেনও। অবদান রেখেছেন অধিনায়ক স্বয়ং, সাকিব, তামিম, মুশফিকসহ বাকিরা। তাতেই রেকর্ড ব্যবধানের জয় সম্ভব হয়েছে।

যেটি ওয়ানডে অধিনায়ক বলছেন, নিকট অতীতের সেরা সাফল্য,‘ সাম্প্রতিক অতীতের দিকে তাকালে বলতেই হবে এটি আমাদের সেরা জয়গুলোর একটি। ছেলেরা দুর্দান্ত খেলেছে। আমাদের এই ধারা বজায় রাখতে হবে।’

বোলিং-ব্যাটিং দুই বিভাগেই শ্রীলঙ্কাকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তারপরও মাশরাফি আরো উন্নতি করার সুযোগ দেখছেন,‘ দল জিতুক বা হারুক প্রতিটি ম্যাচ থেকেই শেখার আছে। তামিম সেঞ্চুরি করতে পারত। ব্যাটিং ভালো হয়েছে কিন্তু কেউই সেঞ্চুরি করতে পারেনি। বোলিংয়ে দক্ষিণ আফ্রিকায় খাবি খেয়েছি আবার দেশে ভালো করছি। আরো ভালো করার সামর্থ্য  রয়েছে।’

এটা ঠিক যে এই ম্যাচ দিয়ে হাথুরুসিংহেকে একটা জবাব দেয়া গেছে। দক্ষিণ আফ্রিকা সফরে কথা নেই বার্তা নেই হুট করেই পদত্যাগ করেছিলেন লঙ্কান এই কোচ।  বাংলাদেশ দল যে তার অবর্তমানে এক বিন্দু পিছিয়ে না পড়ে বরং আরও উন্নতি করেছে  সেটি হারের তেতো স্বাদ নিয়েই দেখেছেন হাথুরু।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম