নিজেদের বানানো পিচেই খেলতে পারছে না দক্ষিণ আফ্রিকা!

  • ক্রীড়া ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০১৮, ০৯:৫৯ এএম

ঢাকা: নিজেদের বানানো পিচেই ধরা খেয়েছে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় দিন শেষের সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন ভারতের সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে। ভারতের দেওয়া ২৪১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ১৭ রান তুলতেই তারা হারিয়ে ফেলেছে ১ উইকেট।এরপর বুমরাহর বল ডিন এলগারের মাথায় লাগতেই লুটিয়ে পড়েন তিনি। এরপরেই খেলা বন্ধ করে দেন আম্পায়াররা।

এরআগে ভারত দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে গুটিয়ে যায়। কারও ব্যাটেই ফিফটি আসেনি। সর্বোচ্চ ৪৮ রান এসেছে রাহানের ব্যাট থেকে। বাকিদের মধ্যে বলার মতো রান করেছেন বিরাট কোহলি (৪১), ভুবনেশ্বর (৩৩) ও শামি (২৭)। ৩টি করে উইকেট নিয়েছেন রাবাদা, ফিল্যান্ডার ও মরকেল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পিচ নিয়ে দক্ষিণ আফ্রিকাকে কটাক্ষ করেছেন রাহানে। তাঁর যুক্তি, ‘আমরা এমন পিচ বানাতে বলিনি। ওরাই বলেছে এরকম পিচ বানাতে। সেখানে আমরাও খেললাম। ওদেরও না খেলার কিছু আছে বলে মনে হয় না।’ এরপরেই ডিফেন্সিভ সহ-অধিনায়ক, ‘বাকিটা আম্পায়ার ম্যাচ রেফারির সিদ্ধান্ত। উনাদের সিদ্ধান্ত নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না।’

জোহানেসবার্গ টেস্টের প্রথম দিন থেকেই বল প্রচুর বাউন্স করছিল। সঙ্গে  স্যুইংও। সেই উইকেটে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দক্ষিণ আফ্রিকার সামনে ২৪১-এর লক্ষ্যমাত্রা দিয়েছে ভারত। জবাবে প্রথমেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় প্রোটিয়ারা। এরপর একের পর এক বাউন্সার উড়ে আসতে থাকে ভুবনেশ্বর, বুমরাহ, শামির হাত থেকে। এরকমই একটি শর্ট বল গিয়ে লাগে দক্ষিণ আফ্রিকার ওপেনার ডিন এলগারের মাথায়। এ নিয়ে রাহানে বলেন, ‘এটা চ্যালেঞ্জিং উইকেট। কিন্তু খারাপ উইকেট নয়। আমাদের মুরালি-বিরাট সবার হাতে, পাঁজরে বল লেগেছে। কেউ এমন করিনি যে যাতে খেলা বন্ধের দিকে যায়। আমরা খেলতে চাই, এটাই শেষ কথা।’

রাহানের আরও সংযোজন, ‘এর থেকে আরও খারাপ পিচে আমরা খেলেছি। মুম্বাইয়ের কাঙ্গা লিগের পিচে খেললে বোঝা যায় আসল খারাপ উইকেট কাকে বলে। আমরা সেখানে খেলে বড় হয়েছি। এখন এই লেভেলে এসে দেশের জন্য যে চ্যালঞ্জটা নিতে হবে সেটা নিয়েছি। এটা অসুবিধার কিছু নয়।’

এদিন যেন অগ্নিশর্মা হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন রাহানে। তাঁর ঝাঁঝালো কথায় সেটি পরিস্কার, ‘ওরা আমাদের টেল এন্ডারদের মাথায় বল করছিল। আমাদের বোলাররাও জানে এটা শর্ট বল এবং এটা টেস্ট ক্রিকেট। ওদের কোনও অভিযোগ না থাকলে সব ব্যাটসম্যানরই খেলতে পারা উচিত এই উইকেটে।’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন