উমরাহ থেকে ফিরে বোলিংয়ে আগুন ঝরালেন মাশরাফি

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০১৮, ০৪:২৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: ত্রিদেশীয় সিরিজ শেষে পবিত্র উমরাহ পালন করতে সপরিবারে সৌদি আরব গিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। উমরাহ সম্পন্ন করে রোববার (৪ ফেব্রুয়ারি) দেশে ফিরেছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক। তবে বিশ্রাম নেয়ার সুযোগ হয়নি। নেমে পড়তে হয়েছে মাঠে। ঘরোয়া টুর্নামেন্টে মাঠে নেমেই সবাইকে চমকে দিলেন নড়াইল এক্সপ্রেস।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম ম্যাচে ঢাকা আবাহনীর হয়ে মাঠে নামেন মাশরাফি। এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। তবে ব্যাট করতে নেমে শুরুতেই মাশরাফির তোপের মুখে খেলাঘর। মাত্র ৪১ রানেই তিন উইকেট হারায় তারা।

শেষ পর্যন্ত ৪১ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় খেলাঘর সমাজকল্যাণ সমিতি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৩ রান করেন মইনুল ইসলাম সোহেল। ৭ ওভার বোলিং করে ২৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি। এছাড়া সানজামুল ইসলাম ৩ টি উইকেট নেন। ১টি উইকেট নিয়েছেন নাসির হোসেন।

জবাবে ১৫৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এনামুল হক ৮৬ রানের সুবাদে মাত্র ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী। ৭৩ বলে ৬টি চার ও ৫টি ছক্কায় এই রান করেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। থেকে আসে ৮৮ রানের উদ্বোধনী জুটি ভাঙে আরেক ওপেনার নাফিস ইকবালের বিদায়ে। অশোকের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৯ রান করেন তিনি। এরপর নাজমুল হাসান ২৩ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরার পুরষ্কার পেয়েছেন মাশরাফি। 

উল্লেখ্য, ঢাকা প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফটে প্রথম ডাকেই বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে তুলে নিয়েছিল নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এরপরই খবর বেরিয়েছিল, মাশরাফি ক্লাবটিতে থাকবেন না। ক্লাব বদল করবেন। শেষ পর্যন্ত এটাই হয়েছে। মাশরাফি শাইনপুকুর থেকে নাম লিখিয়েছেন দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেডে।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই