৯ বছর পর সেঞ্চুরি করেও পরাজিত দলে আশরাফুল

  • ক্রীড়া প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০১৮, ০৯:৪২ পিএম
ফাইল ছবি

ঢাকা: তিনি বাংলাদেশের প্রথম সুপারস্টার। বিশ্বক্রিকেটের বড় তারকা হওয়ার পথে ছিলেন। বড় তারকা হওয়ার আগেই কলঙ্কের কালি গায়ে লেগেছিল মোহাম্মদ আশরাফুলের। দীর্ঘ নির্বাসন কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরা সাবেক অধিনায়ক মাঝে মাঝেই বড় ইনিংস খেলছেন।

এই যেমন মঙ্গলবার প্রাইম দোলেশ্বরের বিপক্ষে সেঞ্চুরি মেরে দিলেন। ঢাকা প্রিমিয়ার লিগে নয় বছর পর তিন অঙ্কের দেখা পেলেন আশরাফুল। সেঞ্চুরি করে সাময়িক উদ্যাপন করেছিলেন আশরাফুল, কিন্তু ম্যাচ শেষে সেটি আর থাকেনি। সেঞ্চুরি করেও যে তাকে পরাজিত দলে থাকতে হয়েছে।

বিকেএসপির চার নম্বর মাঠে আশরাফুল খেলেছিলেন ১০৪ রানের ইনিংস।  তাঁর সঙ্গে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তাইবুর রহমানও। তিনি ১১৪ রানে অপরাজিত ছিলেন। দুই সেঞ্চুরিতে কলাবাগান আগে ব্যাট করে তুলেছিল ২৯০ রান।

এই রান দোলেশ্বর টপকে গেছে লিটন দাসের ক্যারিয়ার সেরা ইনিংসের কাছে। এদিন ১২৩ বলে তিনি ১৪৩  রানে অপরাজিত ছিলেন। বাউন্ডারি মেরেছেন ১৪টি, ছক্কা তিনটি। ৭৩ বলে ৯১ রানে অপরাজিত ছিলেন মার্শাল আইয়ুব। এই দু’জনের সৌজন্যে ৩০ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে দোলেশ্বর ৮ উইকেটের বড় জয় পেয়ে যায়।
 
 সোনালীনিউজ/আরআইবি/জেডআই